আমি যদি এই দেশের সরকার প্রধান হতাম তাহলে সপ্তাহ থেকে রবিবারটা তুলে দিতাম, এটা যে কতটা বিরক্ত কর তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি,আগে এই রবি বারটার জন্য খুব করে পথ চেয়ে থাকতাম, এখন সেটাকেই বিরক্ত লাগছে, কষ্টের মধ্যে সব চেয়ে বড় কষ্ট ছিলো সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়া, অদ্ভুদ ব্যপার হলো সেটাই আজকে অনেক মধুর হয়ে ধরা দিলো আমার জীবনে।চিত্তানন্দে আমার কাজে যাওয়ার দৃশ্য আমার পরিবারের সবার নজর কেড়েছে। আম্মুতো সেদিন বলেই বসলো আমার বিশাল পরিবর্তন কিভাবে হলো,যেখানে প্রতিদিন আম্মু ঘুম থেকে ওঠানোর জন্য ঢাল তলোয়ার নিয়ে হাজির হতো সেখানে আমি আগেই উঠে বসে থাকি,আমার এমন বিষয়টা ওনাদের যতটা খুশি করেছে তার চেয়ে কপালে দুঃশ্চিন্তার ভাজ টুকুই দেখলাম বেশি।
এই মানুষটাকে এক নজর দেখতে আমার এই পরিবর্তন আমাকেও অবাক করে দিলো,চাকুরী জীবনের দুই বছরে যেই অভ্যাস টুকু শত চেষ্টা করেও পারিনি সেটা আজ এমনি এমনি হয়ে গেলো,তবে ভালৈ হয়েছে তাকে জীবনে পাইবা না পাই অন্তত চাকুরী ক্ষেত্রে ভালো কিছু করতেতো পারবো, বস মানুষটা এমনিতে আমার কাজে সন্তুষ্ট,শুধু দেরি হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনা, আমার ডেস্কে এসে একটা কথাই বলবে -দিয়া সময়ের প্রতি নজর দাও,আমি সুবোধ বালিকার মত শুধু বলে যাই জী আচ্ছা,
এখানে সময়ের আগে চলতে হয়,আপাতত এই অভ্যাসটা রপ্ত করি এই সুযোগে .......... একটা গান মনে পড়ে গেলো
যা রবি বার যা যা ............................. এমন কিছু একটা হবে মনে হয়
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬