-আপনি কি বাংলাদেশি?
-জী, আপনি?
- হুম আমিও, আপনি চাইলে এখানটায় বসতে পারেন।
-না না আমি ঠিক আছি,আপনি বসেন।
-আমার দাড়ানোর অভ্যাস আছে।কোন সমস্যা নেই আপনি বসে পড়ুন,না হয় সিট হারাবেন।সারা পথ দাড়িয়ে যেতে হবে।
আমি বসে গিয়ে তাকে ধন্যবাদ জানালাম, যেই মানুষটার সাথে একটু কথা বলার জন্য কতনা অযুহাত খুজেছিলাম এতদিন আজ সেই মানুষটা আমাকে তার সিট ছেড়ে দিলো,কিন্তু মানুষটা চাইলে আমার সামনেই দাঁড়াতে পারতো,তা না করে কিছুটা দুরে সরে গিয়ে নিজেকে আড়াল করে আপন মনে কি যেন পড়ছে।যতটা ভালো লাগা কাজ করছিলো এখন তার চেয়ে বেশি বিরক্ত লাগছে,এখানে সব বিদেশি, সারা পথ মুখে তালা দিয়ে যেতে হয় প্রতিদিন,পরিচিত কেউ সাথে থাকলে পথের দুরত্ব কমে যায়,কেমন মানুষরে বাবা এটা। ট্রেনে দেয়ালে হেলান দিয়ে নিচের দিকে তাকিয়ে হাতের বইটা পাতার পর পাতা পড়ে যাচ্ছে,কপালের চুল গুলো কিছুটা ঝুলে নিচে নেমে আসায় সুন্দর চোখটা পর্যন্ত ঢেকে আছে,আমার আসলে ভাগ্যটাই খারাপ, জীবনে যা কিছু মন থেকে চেয়েছি তা আমার থেকে হাজার মাইল দুর দিয়ে চলেছে।
কোন কিছু আমি জীবনে সহজে পাইনি, একটা গুরুত্বপূর্ন পরীক্ষার রেজাল্ট দিয়েছে সেদিন সবাই আনন্দ করেছে আমি পারিনি,ভালো রেজাল্ট করেও আমি ফেলের ফিলিংস নিয়ে বাসায় ফিরেছি, তিন দিন পর খবর এলো আমার রেজাল্ট ভূল এসেছে,যদিও আমার আত্মবিশ্বাস ছিলো ,কোথাও কোন ভুল হয়েছে।
যেদিন প্রথম ভিসার জন্য দাড়ালাম সেদিন ভিসা ফি ভুলে বাসায় রেখে এসেছিলাম,আম্মু আমাকে যাচ্চে তাই বকা দিলো,অপয়া অলক্ষে বাংলার যত কপাল পোড়া শব্দ ছিলো সেদিন সব আমার জন্য ডিকশনারী খুঁজে খুঁজে তুলে এনেছিলেন,কান্না ছাড়া আর কিছুই বলার করার ছিলোনা,
প্রথম যে প্রেম পত্রটা পেয়েছিলাম সেটা দিয়েছিলো এক দুর সম্পর্কের মামা। বেটারে সারা জীবন মামা বলে ডেকে আসছি সে নাকি আমাকে প্রেমের চিঠি দিলো,এই যান্ত্রিক যুগে মোবাইল ইমেল সব বাদ দিয়ে সে সেজেছে চন্ডিদাশ না কি বলে,যাই হোক মরুক সে,তবুও কৌতুহল বশত চিঠিটা খুলে পড়তে গিয়ে গা গুলিয়ে আসছিলো আমার, উফ!!!!!!!!!!!!
তার উপর আমার কোন রাগ হয়নি,যত রাগ হয়েছে আমার নিজের উপর, আকাশের দিকে তাকিয়ে খোদাকে বললাম প্রেম পত্র দিবাই যখন তাও এই মানুষ থেকে? আবার এমন ভাষায়? খোদা জবাবে কি বললো জানা হয়নি সেদিন।
এসব ভাবতে ভাবতে তাকিয়ে দেখি উনি এরি মধ্যে হাওয়া,কোন ফাঁকে কোন ষ্টেশানে নেমেছে তাও দেখিনি।কাজ শেষে বাসায় এসে কোন ভাবেই হিসেব মিলাতে পারিনি আমার দিনটা আজ কেমন গেলো,ভালো নাকি মন্দ,
প্রিয় পাঠক আপনাদের কি মনে হয়?
(জানি বানান ভুল আছে অনেক,ক্ষমা করবেন সবাই)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮