আমার কাজিন আমাদের এখানে বেড়াতে আসাছিলো, তার থেকেই এই ব্লগের সন্ধান পাই,তিনি আমাকে এখানে নিবন্ধন করে দিয়েছেন,আমি বাংলা ভালো পারিনা, রাত ভর ওনার থেকে টাইপ শিখেছি,অনেক জোড়া শব্দ এখনো তুলতে পারিনা,তবে ইংরেজি কিবোর্ড দিয়ে এত সহজে লেখা যায় জানতামনা।
আজ কয়দিন ধরে সারা ব্লগ ঘুরে ঘুরে দেখছি আর পড়ছি,এত সুন্দর করে আপনারা এখানে গল্প কবিতায় নিজেকে তুলে ধরতে পারেন আমি মুগ্ধ, মুগ্ধ বানাটা অনেক চেষ্টা করেও তুলতে পারছিনা দেখে কাজিন হাসতে হাসতে শেষ,সেই নিজে টাইপ করে দিলো, আবার কথা শুনিয়ে দিলো, সে বলে আমার চুল লম্বা নাকি মাথায় গোবর বলে ।আমি বলেছি তাও ভালো তোমার চুল পাকা শুরু করেছে দুই একটা কিছু গোবর নিয়ে যাও আমার থেকে,চুল গুলো আমার মত কালো করো ।হিহিহিহি।
আচ্ছা আমি যদি কবিতা গল্প না পারি তাহলে কি করবো? সারাদিন যা যা করি ডায়েরীর মত এখানে লেখা শুরু করি? মানুষ মাইন্ড করবেনাতো?করলে করুক,না পারলে কি করবো...
হিহিহিহি উপরে লেখা গুলো পড়লাম নিজেই হাসছি,আপনারাও হাসছেনা তাইনা?
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০