সম্প্রতি দেখা তিনটি মুভি পর্ব- ১
সম্প্রতি দেখা তিনটি মুভি পর্ব- ২
৫ দিন বসে দেখলাম তিনটি অসাধারন মুভি।
Open Your Eyes (1997)
House of Usher (1960)
The Asphalt Jungle (1950)
Open Your Eyes (1997)
অসম্ভব সুন্দর একটা মুভি । মুভিটির সাথে পরিচয় দ্যি আদার মুভি দিয়ে। আদারের পরিচালক এটা পরিচালনা করেছেন। ফরিজিন ভাষার মুভি। সাজানো গোছানো একটি রোমান্টিক ড্রামা। চরম রিলেষ্টিকভাবে ভাবা হয়েছে। ট্রাকের বাইরের ভাবনা। টুইষ্টেড এন্ডিং। সব মিলিয়ে মুভিটি হয়েছে প্রানবন্ত।
আমার রেটিংঃ ৭.৮
কাহিনি সংক্ষেপঃ একটা মানসিক হাসপাতালে সাইকোলজিষ্টের কাছে বর্ননা করছে চেজার। হিরো, বা ভিকটিম। চেজারের সর্বদাই পছন্দ একটা সাজানো, পরিচ্ছন্ন মেয়ে। যার চোখে সে সপ্ন দেখতে পারবে। আর এই অপারগতার জন্য সে তার পুরোনো গার্লফ্রেন্ডকে ত্যাগ করেছে।
বন্ধুর মাধ্যমে পরিচিত হলো সোফিয়ার সাথে। ঘটনাক্রমে একরাত কাটালো, কোনো প্রকার ছোয়া ছাড়াই। ওখানেই প্রেমের সুত্রপাত। রোমান্সের ভিতরে রাতটা দেখতেই কেটে গেল। ভোর হতেই সে বাড়ির দিকে রহনা হবে, দেখা মিলল পুরোনো গার্লফ্রেন্ডের সাথে। সে চেজারকে গাড়িতে চলতে বলল সাহসের দোহাই দিয়ে, চেজার চড়ে বসলো। আন্মহত্যা করলো মেয়ে, চেজার সাথে। গাড়ি দুর্ঘটনা। বিকৃত হয়ে গেল চেজারের মুখ। সে এখন করুনা এবং অবহেলার পাত্র।
কাহিনি টার্ন করবে একটা টার্মে, টার্মটা হলো চেজার প্রায় সপ্ন দেখে তার পুরোনো গার্লফ্রেন্ড। তার উপস্থিতি তাকে আরো অসহায় করে তোলে। বাকিটা বলে মজা নষ্ট করবো না। অসাধারন একটা মুভি। এটার হলিঊডি রিমেক হলো , টম ক্রুজ অভিনিত Vanilla Sky । অরিজিনালটা দেখাই স্রেয়।
House of Usher (1960)
এটি আমার দেখা সেরা সুপারনেচারাল হররের একটা। এমন হরর ড্রামা হয়না বললেই চলে।আমার খুব পছন্দের লেখক এডগার এলান পোর একটা অসাধারন উপন্যাস অবল্মবনে এটি নির্মিত হয়েছে। হরর মানে রক্তপাত, মানুষ খাওয়া , কাটাকাটি। সাহিত্যরস মুভিতে পাওয়া যায়না। মিসিং থেকেই যায়, তাছাড়া সফলও হয় না। তাই সবাই পিছিয়ে যান। কিন্তু এটা যে সফল তা ১০০ % গারান্টি। ড্রামাটিক হরর। শ্বাষত সংলাপ আর ছুমছাম একটা পরিবেশ। সাউন্ড ইফেক্ট আর ঘটনার মোড়প্যাচ আপনাকে শিহরিত করাতে সক্ষম। ২০০৮ এর একটা রিমেক বের হয়েছে। ওটার দিকে না তাকেলেই ভালো।
আমার রেটিংঃ ৭.২।
কাহিনি সংক্ষেপঃ কাহিনি বেশি একটা না। সহজ সাবলিল। কিন্তু ঘুর্ননশীল। ভ্রমনে বেরিয়েছে ফিলিপ এবং তার প্রেয়সী। ক্লান্ত হয়ে লোকালয়ের বাইরে, নির্জনে একটা বাড়ির দেখা পেয়ে সেখানে আশ্রয় নিল তারা। বাড়িত কর্তার নাম উসার। উসার একটা বিশেষ রোগে আক্রান্ত। রোগ ঘিরেই উসার, আর উসারকে ঘিরেই কাহিনি। অসাধারন ড্রামা। দেখুন। ড্রামাগুলো বলে স্বাদ তেতো বানালাম না।
The Asphalt Jungle (1950)
Film Noir জেনারের মুভি। আমি এই জেনার ইদানিং ফ্যান হয়ে যাচ্ছি। নেগেটিভ কারেক্টরগুলোকে মুখ্য করেই মুভি এগিয়েছে। কিন্তু কত অসাধারন ব্যাখ্যা। কতটা ফলপ্রসূত মানূষের জীবন। আমার দেখা সেরা Film Noir এবং ক্রাইম ড্রামার এটি একটি। Doc কারেক্টরের অভিনয়টা জাষ্ট গিলেছি। অসাধারন অনুভুতি ছোয়া অভিনয়। প্রানবন্ত পাশাপাশি প্রাঞ্জল।
এক কথায় অসাধারন একটা মুভি। সাদাকালো। কাহিনি হয়তো চেনা লাগবে কিন্তু এরকম কাহিনির শুরু কিন্তু এটা দিয়েই। দেখার জন্য আবেদন রইলো।
আমার রেটিংঃ ৭.৮
কাহিনি সংক্ষেপঃ ডক একজন অসম্ভব মেধাবী ক্রিমিনাল। তিনি এবার প্লান করেছেন কোটি টাকা চুরির জন্য। তাই গঠন করেছেন টিম। কেউ বা চাবির ক্রাকার, কেউ সিঢ কাটে, কেউ মার্ডারার, এবং শক্তিশালি, বুদ্ধিমান নেতা ডিক্সও আছে এই দলে। ডিক্সও এই টিমে থেকে আয়োজন করছে নতুন ক্রাইমের। যেটা একটা আডভেঞ্চার। সুনিপুন প্লান। কিন্তু একটা দুর্ঘটনা। ভেস্তে গেল সব। আবার শুরু, নতুন, আলাদা, অদৃতীয় কিছু।
Download link:
The Asphalt Jungle (1950)
House of Usher (1960)
Open Your Eyes
আনকাট [ কিছু ঝামেলার কারনে মুভি দেখা বন্ধ হয়ে যাচ্ছে। ভালো লাগছে না। পরীক্ষা ঘাড়ে নিশ্বাস ফেলছে। কি থেকে কি হবে কিছু বুঝতে পারছিনা। ব্লগার ভাইরা একটু দোয়া দুরুদ পরে ফু দিয়া দেন।]
মুভি বিষয়ভিত্তিক পোষ্ট সংকলন~~ আপডেটিত~~