অামাদের দেশে মাজার নিয়ে আরও কিছু বিষয়কে চরম গুরুত্ব দেয়া হয়-
১। নিঃসন্তান দম্পতি সন্তান চাইলে সন্তান পাবেন
২। মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়
৩। নির্বাচন শুরুর আগে প্রার্থী মাজার জিয়ারত করে প্রচারণা শরু করা।
৪। টাকা দিলে ব্যবসা ভালো হয়।
৫। হেলপার-ডাইভাররা মনে করেন, টাকা দিলে দুর্ঘটনা হবে না। বাঁচিয়ে দেবেন মাজারের বাবা।
তবে এসব ধারণা সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই রয়েছে। কিন্তু ইসলাম কী বলে এ ব্যাপারে তা কী জানেন তারা? এর ফলাফল কী? বিস্তারিত ব্যাখ্যা নিজ কানে শুনুন লিংক থেকে-
বিষয়টি জানা ও মানা সবার জানাই জরুরি।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭