ফেসবুক। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগের এক অপরিহার্য অংশ। এ কথার পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে ব্যক্তিভেদে। কিন্তু এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখেনা যে, এ মাধ্যমটি ছাড়া বিশেষ করে বাংলাদেশের মানুষের তথ্য-প্রযুক্তিকেন্দ্রিক জীবনযাত্রা এক প্রকার বেহাল। এর প্রমাণ পেলাম আজ। দেশের প্রথম সারির সব পত্রিকা ও অনলাইন তাদের ফেসবুক পাতায় নিয়মিত খবর পোস্ট করছে। যেখানে সরকার বলছে ফেসবুক চালানো যাবে না। সেখানে এ আইটি মানতে পারছে না পত্রিকা ও অনলাইনগুলো। কারণ এটি যে তাদের ভিজিটর পাওয়ার অন্যতম উপায়। রুটি রুজির প্রশ্ন। ভিডিটর না এলে যে তাদের ইনকাম শূন্যের কোঠায় চলেন অসে।
যে গণমাধ্যম বর্তমানে সরকারের গূণকীর্তনে ব্যস্ত সব সময়। তারাই ফেসবুক বন্ধের প্রশ্নে একমত হতে পারছেনা সরকারের নীতির সঙ্গে। আর ব্যক্তিপর্যায়ের কথাতো বাদই দিলাম।
সুতরাং এটা নিশ্চিত যে, সরকারের এ সিদ্ধান্তটি নিতান্তই একটি জোর জবরদস্তিমূলক। দেশের নাগরিকদের ইচ্ছার প্রতিফলন নেই এ সিদ্ধান্তের সঙ্গে। আর তাই ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম খুলে দেয়াই সরকারের ইমেজের জন্য ভালো হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮