আইএস। খুব বেশি দিন হয়নি নামটির সঙ্গে বিশ্ববাসীর পরিচয়, তবুও যেন শঙ্কার নেই শেষ। বিশ্বমিডিয়ায় এমন কোনো দিন নেই যেদিন এ নামটির বিষয়ে লেখালেখি হচ্ছে না। তাও যদি ভালো কোনো সংবাদ হতো তাতে কোনো কথা ছিলনা। যা প্রকাশ হচ্ছে তার সবই নেতিবাচক, ধ্বংসাত্মক। এইতো দু’দিন আগে ফ্রান্সের প্যারিসে হামলা করা হলো। নিহত হলো ১৩০ জনের বেশি মানুষ, আহত হলো ৩৫০ জনের বেশি মানুষ। এ ঘটনার পর দেশটিতে জারি করা হলো জরুরি অবস্থা। বন্ধ করে দেয়া হলো সীমান্ত। নগরবাসীকে বলা হলো ঘর থেকে বের না হতে। কিন্তু এর শেষ কোথায়?
একটি বিষয় লক্ষণীয় যে, সাধারণত ইসলামপন্থি দেশগুলোতেই আইএস’র তৎপরতা বেশি বলে সংবাদ মাধ্যম থেকে জানা যায়। কিন্তু ভয়াবহ আকারের এটাই প্রথম হামলা যা কোনো অনৈসলামিক দেশে হলো।
শান্তি। এ শব্দটির বাস্তবতা দেখা মিলুক পুরো বিশ্বে। ধ্বংস হোক সব জঙ্গি তৎপরতা। সেইসঙ্গে জঙ্গি জঙ্গি আখ্যা দিয়ে যারা ফায়দা লুফতে চায় তারাও।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫