কেমন আছো...!
জানতে চাইবো না,
কেননা আমি জানি-
তুমি সবসময় ভালোর দলেই থাকো।
তবু আজ তুমি কেমন নীরব আছো,
অনেকটা রাতের আধারের মতো,
একটু একটু করে ভুলতে গিয়ে-
অনেকখানি ভুলে গেছো আমাকে।
কেমন আছো...!
প্রশ্নটা আজ জানতে চাওয়াটাও অর্থহীন,
জানিতো তোমার মুল্যবান সময়ের কাছে,
এই কথাটির উওর দেওয়াটা মুল্যহীন।
তুমি কি জানো, এখনো আমি,
আমার আধার ঘরে,
প্রদীপ শিখার আলো জ্বেলে-
তোমার দেওয়া শেষ কবিতাখানি পড়ি..!
বইয়ের ভাজে পড়ে থাকা,
শেষ চিঠিগুলো নেড়ে চেড়ে দেখি,
তারপর কয়েকফোটা চোখের জল ঝরিয়ে-
তোমার প্রতীক্ষায় অন্যসব রাতের মতোই,
জেগে থাকি র্নিঘুম একা।
কেমন আছো...!
ভালো আছো তো...!
উওরের অপেক্ষা আমাকে তীলে তীলে-
অনেক কিছুই দিয়ে চলেছে।
কখনো কান্না,কখনো একবুক জ্বালা-
অসহায়ের মতো অপেক্ষা করি,
আর একটা প্রশ্নের উওরের চাওয়ায় থাকি,
কেমন আছো....
(অতঃপর,উওর না পেয়ে দেবকী আস্তে আস্তে হারিয়ে যায়)
(এদিকে,অন্তহীন অজানাতে ছুটে চলা মানুষটিও বোবার মতো পড়ে থাকে। কেননা সে মুখে কিছু বলতে পারে না)
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২১