সত্যিই এবার আন্দোলন হোক ভুখা পেটের
একজনের খাবার এনে দেখি
বসে আছে তিনজন
তিনজনের খাবার যোগাড় করে ফিরে দেখি
হাত পেতে দাঁড়িয়ে আছে ছ'জন
ছয়জনকে কষ্টেসৃষ্টে খেতে দিলাম
দেখি পাত পেড়ে বসে আছে আরও বারোজন
বারোজন চেয়ে আছে খিদে পেটে
চব্বিশজনের গুনতি হিসেবে,
একজনের খাবার এভাবে ভাগ হচ্ছে
এ দেশের অলিতে গলিতে।
তাও সত্যিই এবার আন্দোলন হোক ভুখা পেটের।
এক আনাজের কাড়াকাড়ি যোগানে হিমসিম
লঙ্কা আছে তো পিঁয়াজ নেই কিংবা আলু কপি
চাষের জমি চাষীর ঘরে নাই নাই রব
বাড়ছে দাম বাড়ছে ফোড়ে
গুনিতকের চব্বিশ আর যাবে কোথায়?
এ দেশেতে জড় হওয়া আমরা মানুষজন।
তাও সত্যিই এবার আন্দোলন হোক ভুখা পেটের।
বাসে দাঁড়াবার জায়গা নেই ট্রেনের টিকিট কম
ফুটপাথে বসে সারি সারি হাঁটার জায়গা নাই
গাড়ি ঘোড়া যানজট মানুষে মানুষে করছে জায়গা দখল
ভাঁড়ার ঘরে কত দেবে ভাবতে বসে যোগানদার,
চব্বিশ কিংবা আটচল্লিশের হিসেবে
অনেক কিছু যায় এসে যায়,
তবু সত্যিই এবার আন্দোলন হোক ভুখা পেটের।
লাখো লাখো কোটি কোটি মেধা
এক পদের তাই দরখাস্ত লাখো কোটি
কাজের কথা আর বলো না শুধু চাকরি দাও
প্রাইভেট আজ বাঁধছে কষে কোমর
রাস্তার ধারে চালচুলোহীন বসে আছে কত
গুনতে বসে ঝরছে অনেক কালো ঘাম
তারাও কিন্তু খায়, খেতে বসে দেখি
হবেই হবে ভাঁড়ে মা ভবানী,
আটচল্লিশের পেছনে দাঁড়িয়ে আছে আরো আরও গুনিতক;
তাও সত্যিই সত্যি এবার আন্দোলন হোক শুধু ভুখা পেটের।