ছবি দুটো দেখুন। ছবিটি তুলেছেন কিশোর পারেখ অসাধারন একজন ভারতীয় ফটোগ্রাফার, ফটো জারনালিস্ট। তার কাজের বড় একটা অংশ জুড়ে ছিল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। প্রথম ছবিটি-র caption তার নিজের লিখা নয়।এখানে বলা হচ্ছে যে পাকিস্তানি সৈনরা বাংগালিদের লুঙ্গি খুলে দখছে তারা মুসলিম না হিন্দু। তার Album এ এই ছবিটি আছে, এই caption নেই। কিন্তু এই ছবি ও তার Caption –ই আমাদের অতি পরিচিত। ছোট বেলা থেকে দেখছি।
২য় ছবিটি নেওয়া হয়েছে তার Album থেকে। তার বিখ্যাত ছবির এলবাম “Bangladesh: A Brutal Birth”. You can view and download the album from the following link - Click This Link । এই লিঙ্ক থেকে album টি download করুন। দেখুন ২২ নং পৃ. এই ছবিটি। এখানে ফটোগ্রাফার নিজে লিখছেন যে ইন্ডিয়ান সৈন্যরা বাংগালিদের লুঙ্গি নিচে লুকানো অস্ত্র আছে কিনা তা পরিক্ষা করে দেখছে।
প্রথম ছবিতে এই মিথ্যাচার কে যুক্ত করলো? কি উদ্দেশ্যে?
পাক হানাদার বাহিনী অসখ্য নারকিয় ঘটনা ঘটিয়েছে এদেশে। প্রশ্ন হচ্ছে, সেসব না প্রচার করে আমরা কেন মিথ্যাচার করছি? কে করছে এই অযথা, অপ্রয়জনিয় মিথ্যাচার?
আজ স্বাধীনতা দিবস থাকুক সকল রাজনৈতিক বিতর্কের উর্ধে, সকল মিথ্যাচার বর্জিত।