somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিনাক্সে আসবেন? নতুন অপারেটিং সিস্টেম শুরুর ঝামেলা সম্পর্কে অবগত আছেন তো?

২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লিনাক্সে মাইগ্রেট করতে চান? আজকাল লিনাক্স খুবই
সহজবোধ্য গ্রাফিক্যাল ইন্টারফেইসে আমারদের সামনে তার মুক্ত দুনিয়ার আহবানের বানী
পৌছে দিচ্ছে। অনেকেই খুব আগ্রহী হয়ে লিনাক্সে মাইগ্রেট করতে চাচ্ছেন। বেশিরভাগ
ইউজারই উইন্ডোজ থেকে ক্র্যাক, সিরিয়াল, ট্রায়াল ভার্সন আর ভাইরাসের যন্ত্রনায় লিনাক্সের
পথে পা বাড়ান। এতে করে ২টি ঘটনা ঘটে থাকেঃ


১. লিনাক্সের মুক্ত দুনিয়ায় আপনার শুভাগমন ঘটে ও
লিনাক্স ফ্যান একজন বৃদ্ধি পায়।:)


অথবা,


২. লিনাক্সে এসে সবকিছু উইন্ডোজ-এর সাথে মেলাতে
গিয়ে না পেয়ে হতাশ হয়ে লিনাক্স চিরদিনের জন্য বিদায় করে দেয়া।:|





আগে দেখা যাক লিনাক্স কি?


-লিনাক্স হল একটা অপারেটিং সিস্টেমের মূল ভিত্তি
কার্নেল। এর উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়।


লিনাক্স ভিত্তিক কি কি অপারেটিং সিস্টেম আছে?


-অসংখ্য। শতশত অপারেটিং সিস্টেম লিনাক্সের উপর
ভিত্তি করে তৈরি করা হয়েছে।


কয়েকটি জনপ্রিয় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের
নাম কি?


- উবুন্টু


- লিনাক্স মিন্ট


- ওপেন স্যুয


- ফেডোরা


- রেড হ্যাট, ইত্যাদি।


এদের মধ্যে সাধারন ইউজারদের ব্যবহার উপযোগি কোনটি?


লিনাক্স মিন্ট, উবুন্টু ইত্যাদি।


কিভাবে লিনাক্সে আসার প্রস্তুতি নেবেন?


প্রথমেই মনে রাখবেন লিনাক্স কিন্তু উইন্ডোজ বা
ম্যাক বা অন্য কোন অপারেটিং সিস্টেম নয়। সুতরাং লিনাক্স ইন্সটলের পরেই রিফ্রেস দিতে
যাবেন না। মনে রাখতে হবে যে লিনাক্সের সফটওয়্যার সম্ভার বিশাল। কিন্তু আপনি যদি
বসে বসে প্রথমেই উইন্ডোজ-এর সফটওয়্যার খোঁজা শুরু করেন আপনাকে হতাশই হতে হবে।
কেননা লিনাক্সে windows media player নেই, নেই winamp,
নেই real player, কিংবা নেই cyberlink power dvd ইত্যাদি
সফটওয়্যার। বরং লিনাক্সে আছে VLC player, Banshee’র মত উচ্চমানের মিডিয়া প্লেয়ার।


কি? নাক সিটকানো শুরু হয়ে গেছে? তাহলে মনে করিয়ে
দেয়া ভাল বাংলাদেশের ৯০% সফটওয়্যার, নির্মাতাকে ফুটো পয়সা না দিয়েই আরামে ব্যবহার
করা হয়ে থাকে। আপনি নিজে সারাজীবন Cyberlink Power DVD চালিয়েছেন,
কিন্তু ভেবে দেখুন এটি কিনে ব্যবহার করার মত আপনার সামর্থ্য বা ইচ্ছা কোনটাই আছে
কি না।


সুতরাং লিনাক্সে আসার আগে মনে করবেন সেই সময়ে ফিরে
গেছেন, যখন কম্পিউটারের কিছুই জানতেন না। ব্যাসিক ব্যাপার স্যাপার লিনাক্সই বলুন
উইন্ডোজই বলুন সবখানেই এক। যেমনঃ Double click করে ফোল্ডার
খুলতে হয়, ফাইল রান করতে হয়, সিঙ্গেল ক্লিকে সিলেক্ট(চেঞ্জ করা যায়)।


লিনাক্সে আসার আগে তাই প্রথমেই এই প্রস্তুতিগুলো নিয়ে
রাখুনঃ


১. আপনার পিসিতে প্রায় ১০-২০ গিগাবাইট ফ্রি
স্পেসযুক্ত আলাদা একটি ড্রাইভ। উইন্ডোজ পুরোপুরি বাদ দিয়ে দিলে আপনার সি ড্রাইভই
যথেষ্ট। উবুন্টু সাধারনত ৫ গিগার মত জায়গা নেয়। ১০-২০ গিগা বলার কারন বাকি
স্পেসগুলো হল আলাদা প্রোগ্রাম ইন্সটলের জায়গা ও অপারেটিং সিস্টেমের সাবলীল চলার
কাজে সাহায্য করার জন্য রেখে দেয়া ভাল।


২. প্রথমে আপনার পছন্দের উইন্ডোজ সফটওয়ারের একটা
লিস্ট করুন। লিনাক্সে এর অনেকগুলোই পাবেন। সার্চ দিয়ে দিয়ে ডাউনলোড করে ফেলতে
পারবেন।


৩. ইন্টারনেট ছাড়া উবুন্টু প্রায় প্রাণহীন।
অর্থাৎ, আপনার অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। না থাকলে উবুন্টু চালানো যাবে না
এমন নয়, তবে দরকারি সফটওয়্যার সব নেট থেকেই ডাউনলোড করতে হয় বলে আপনার অসুবিধা
হবে।


৪. যদি ইন্টারনেট না-ই থাকে তাহলে অবশ্যই লিনাক্স
মিন্ট ব্যবহার করুন। লিনাক্স মিন্টে আপনার প্রায় সকল প্রকার মিডিয়া ফাইল(ছবি, গান,
মুভি, ডিভিডি) চালানোর কোডেক দেয়াই থাকে। ফলে পরে আর মিডিয়া ফাইল চালাতে সমস্যা
হবে না।


৫. উবুন্টু/লিনাক্স মিন্ট ইত্যাদি প্রায় সব রকম
মোবাইলের মডেম অটোমেটিক ইন্সটল করে ফেলে, আপনাকে শুধু দেখাতে হবে আপনি কোন মোবাইল
অপারেটর ব্যবহার করেন। লিস্ট আসবে আপনি শুধুমাত্র জিপি/রবি/এয়ারটেল ইত্যাদি
সিলেক্ট করে দেবেন। দেখবেন পরের বার থেকে আপনার মোবাইল লাগানোর সাথে সাথেই
কানেক্টেড। জিপিআরএস/এজ/থ্রিজি মডেমের ক্ষেত্রেও একই পদ্ধতি।


৬. তবে, ওয়াইম্যাক্স কোম্পানিগুলোর বর্তমান
বাজারে(আজ তারিখ 19-Jun-11) থাকা USB DONGLE MODEM গুলো
লিনাক্সের জন্য ড্রাইভার বানায় না। লিনাক্স উপযোগি মডেম ছাড়ে না বলে এগুলো লিনাক্স
সাপোর্ট করে না। তবে, বড় গিগাসেট মডেম, যেগুলো ল্যান পোর্টে কানেক্ট করতে
হয়,তা লিনাক্সে আরামে ব্যবহার করা যায়।


৭. গেমস খেলা যাদের নেশা তারা লিনাক্স থেকে দূরে
থাকুন, লিনাক্সের সকল সফটওয়্যার ফ্রি থাকবে এটাই লিনাক্সের মটো। তাই গেমস
কোম্পানিগুলো লিনাক্সে তাদের বানিজ্যিক সফটওয়্যার ছাড়ে না, কেননা মাগনা দিলে তাদের
না আর্থিক ক্ষতি হবে কারন তাদের নিজেদের খরচ চালাতে হয়, প্রোগ্রামারদের বেতন দিতে
হয়, ট্যাক্স দিতে হয়, নানান খরচ পোহাতে হয়।


৮. একই কথা সফটওয়ারের জন্যেও প্রযোজ্য।


৯. লিনাক্সের সফটওয়্যার এর সেটাপ ফাইল ব্যাকআপ করে
রাখতে পারবেন না যেমনটা উইন্ডোজ-এ করেন। অর্থাৎ সেটাপ ফাইল রেখে দিলেন আর দু’দিন পরপর
উইন্ডোজ ভাইরাসে খাবে আর আপনি বার বার সিস্টেম সেটাপ দিয়ে বসে বসে হার্ডডিস্ক কপি
থেকে সফটওয়্যারগুলো ইন্সটল করে নেবেন তা হবে না। লিনাক্স সবসময় লেটেস্ট এডিশনের
সফটওয়্যার ব্যবহারে বিশ্বাসী। লিনাক্সে সফটওয়্যার হার্ডডিস্কে ব্যাপআপ রাখা যায় না
এমন না, তবে সেটা নতুন ব্যবহারকারীর বিরক্তি উৎপাদন করতে পারে। একটু খাঁটুনির
প্রয়োজন হয়।


১০. এক কোডেক বার বার ইন্সটল করে জায়গার অপচয় করায়
লিনাক্স বিশ্বাস করে না। তাই দরকারি সবকিছুই নেট থেকে ডাউনলোডের জন্য রাখা হয়েছে। ধরুন
আপনি VLC player ইন্সটল করলেন, এবার আপনি SM player ডাউনলোড
করতে যাচ্ছেন, তখন দেখবেন VLC’র যে যে কোডেকগুলো SM player
ও ব্যবহার করে সেগুলোবাদ দিয়ে ডাউনলোড হচ্ছে। ফলে জায়গার অপচয় রোধ হচ্ছে। উইন্ডোজে যদি দশ রকমের মিডিয়া প্লেয়ার ইন্সটল করেন mkv
ফাইল রান করতে, দশ বার ঐ একই ড্রাইভার ইন্সটল হবে, কেউ কারোটা শেয়ার করতে
পারে না।


১১. মনে রাখবেন, AutoCAD এর কোন
সম্পূর্ণ সাবস্টিটিউট (substitute) লিনাক্সে
এখনো তৈরি হয় নি। তবে যেভাবে লিনাক্স এগিয়ে যাচ্ছে, অচিরেই হয়ে যাবে।


১২. লিনাক্সে উইন্ডোজের যে যে সফটওয়্যারগুলো স্বাভাবিক
উপায়ে চালাতে পারবেন না তা হলঃ


-মাইক্রোসফট অফিস,ভিজুয়াল বেসিক, উইন্ডোজ মিডিয়া
প্লেয়ার, উইন্ডোজ মুভি মেকার ইত্যাদি মাইক্রোসফটের তৈরি করা সফটওয়্যার।


-পাওয়ার ডিভিডি, রিয়েল প্লেয়ার, কুইক টাইম
প্লেয়ার, মিউ-টরেন্ট, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM),
যে কোন উইন্ডোজ এন্টিভাইরাস, নিরো বার্নিং রম, অ্যাশাম্পু সিডি বার্নার, ACD
SEE ফটো ম্যানেজার, এডোবি ফটোশপ, এডবি ক্রিয়েটিভ স্যুট মাস্টার কালেকশন্স
(ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন-ডিজাইন, ফ্লাস ক্যাটালিস্ট/প্রফেশনাল/বিল্ডার,
ড্রিমওয়েভার, প্রিমিয়ার, আফটার ইফেক্টস, ব্রিজ, মিডিয়া এনকোডার, এন কোর, অন-লোকেশন),
নোটপ্যাড++, টেরা কপি, সিস্টেম কেয়ার অফ পিসি, সিক্লিনার, WinRAR
ইত্যাদি সহ প্রায় সব পেইড সফটওয়্যার।





ভাবছেন সবই তো বাদ, আছেটা কি?? প্রায় সবগুলোরই
লিনাক্স সাবস্টিটিউট আছে। পরের পর্বে সেটা নিয়ে লিখব।





এবার জানলেন লিনাক্সে আসতে হলে কি কি জিনিসের মায়া
ত্যাগ করতে হবে।


ভাল থাকুন।



১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেকালের গ্রামের বিয়ের বর দেখা

লিখেছেন প্রামানিক, ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৩


শহীদুল ইসলাম প্রামানিক

একদিন পরেই শুক্রবার। সকালেই বাবাকে ঐ বাড়ির ঘরবর (অর্থাৎ বর দেখা অনুষ্ঠানকে আঞ্চলিক ভাষায় ঘরবর বলে) উপলক্ষে ডাকা হয়েছে। বাবা সকালে গিয়ে বর দেখা উপলক্ষ্যে কি কি... ...বাকিটুকু পড়ুন

ওবায়েদুল কাদের কি মির্জা ফখরুলের বাসায় আছেন?

লিখেছেন রাজীব, ১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

"পালাবো না, পালিয়ে কোথায় যাবো? দরকার হলে মির্জা ফখরুলের বাসায় আশ্রয় নেবো। কি ফখরুল সাহেব, আশ্রয় দেবেন না?" ওবায়েদুল কাদের একটি জনসভায় এই কথাগুলো বলেছিলেন। ৫ই আগষ্টের পরে উনি মির্জা... ...বাকিটুকু পড়ুন

যোগ্য কে???

লিখেছেন জটিল ভাই, ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪১

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)




(সকল... ...বাকিটুকু পড়ুন

গণতান্ত্রিকভাবে লীগকে ক্ষমতার বাহিরে রাখা যাবে আজীবন।

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৩



লীগ সদ্য বিতাড়িত কিন্তু তাদের সাংগঠিক কাঠামো এখনো পূর্বের মতই শক্তিশালী শুধু ছোবল দিতে পারছে না, স্থানীয় নেতারা বিএনপির নেতাদের বড় অংকের টাকার বিনিময়ে ইতিমধ্যে এলাকায় প্রবেশ করছে তবে মুখে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেললেন মোস্তফা সরোয়ার ফারুকী !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৪১


মোস্তফা সরোয়ার ফারুকী লম্বা রেইসের ঘোড়া মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়া হতে বেডরুমে যার নিয়োগ নিয়ে অস্বস্তি আছে তিনি খুব দ্রুত শিখে গেলেন কিভাবে মানুষের মাথা ঠান্ডা করতে হয়।... ...বাকিটুকু পড়ুন

×