আজকের পৃথিবীর যুব সমাজের মধ্যে যে শব্দটি সবচেয়ে বেশী উচ্চারিত সে শব্দটি হচ্ছে ছ্যাঁকা।ছেলেরা ভালবাসার মাতালতায় মেয়েদের মন দেয় আর মেয়েরা সে মনের সাথে কিছুদিন ইটিস-পিটিস করে অভাগা ছেলেটির মানিব্যাগের তেরটা বাজিয়ে অন্য বকরীর(ছেলের) সন্ধান করে।যার অজুত-লক্ষ-নিজুত-কোটি উদাহরন দিতে গেলে কেয়ামত পর্যন্ত ব্লগে আমার পোস্টটা ছাড়া অন্য কারও পোস্ট থাকবে না।কিশোর,যুবক,তরুনদের ছ্যাঁকা নিয়ে মহান ছ্যাঁকামিষ্ট ছ্যাঁকা কুদ্দস উনার 'ছ্যাঁকামাইসিন সিরাপ' প্রবন্ধে লিখেছিলেন,যদি তুমি পুরুষ হও তাহলে প্রেম কর।প্রেম করলেই তুমি ছ্যাঁকা খাবে।আর ছ্যাঁকা খেলেই তুমি বুঝতে পারবে তোমার মন গন্ডারের চামড়ার চাইতেও বেশী শক্ত। বুদ্ধিমান পাঠক মাএই বুঝতে পারবেন ছ্যাঁকা সমাজের আদর্শ পুরুষ ছ্যাঁকা কুদ্দুসের জ্ঞানী ছ্যাঁকা বার্তার গভীরতা।
প্রিয় ছ্যাঁকা সমাজের ভাইয়েরা সম্প্রতি পাতালপুরীতে ছ্যাঁকা বিষয়ে এক গোলটেবিল বেঠক কভার করার জন্য মডুরে পাতালপুরীতে পাঠিয়েছিলাম।আপনাদের ছ্যাঁকা খাওয়া মনের দোয়ায় বিশ্বের নামী-দামী ছ্যাঁকাবিদদের বক্তব্য শোনার সোভাগ্য মডুর হয়েছে।বিশ্বের জ্ঞানী ছ্যাঁকাবিদরা ছেলেদের ছ্যাঁকা খাওয়ার যেসব কারণ মডুর মত ছ্যাঁকা সাংবাদিকদের জানিয়েছেন তা যারা এখনও ছ্যাঁকা খাওয়ার সৌভাগ্য হয়নি তাদের জন্য নিচে দেওয় হল।আর যারা ছ্যাঁকা খেয়ে ছ্যাঁকা মাইসিন সিরাপ নিয়েই ব্যস্ত তাদের জন্য..



...১...প্রেমিকার অভিনয়ে গাধা হয়ে এক মন এক প্রেমিকায় বিশ্বাসী হওয়া।
...২...প্রেমিকার ঢ়ংগী মার্কা কান্না আর হাসির মায়াজ্বালে "কান্না আর হাসি ভয়ংকার নারী অস্ত্র " প্রবাদটি ভুলে যাওয়া
...৩.. প্রেমিকার মোবাইলে ব্যালেন্স ট্রান্সপার করতে না পারা।
..৪..প্রেমিকার রাক্ষুসে ক্ষিদা মেটাতে চায়নিজের বিল দিতে দিতে ফকির হয়ে যাওয়া
..৫..প্রেমিকার মত বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে না পারা।
..৬..বাংলা সিনেমার নায়ক কিংবা হাল জামানার হুমায়ন আহম্মেদের উপন্যাস/নাটকের নায়কদের মত হতে না পারা।


Click This Link