হেফাজতে ইসলামের মধ্যযুগীয় কর্মসূচীর প্রতিবাদে মতিঝিল শাপলা চত্বরে “ নারী জাগরণী লং মার্চ ও নারী মহাসমাবেশ “ আয়োজন করা হোক । ১৭ ই এপ্রিল তারিখ নির্ধারণ করা যেতে পারে । কারণ, এই দিনে অস্থায়ী মুজিব নগর সরকার শপথ গ্রহণ করেছিলো একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক - গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে । এই মহাসমাবেশে সারা দেশ থেকে নারীরা আসবে লাঠি, বাঁশি, ডামি রাইফেল, পতাকা হাতে । গার্মেন্টস থেকে আসবে শ্রমজীবী নারী, ফসলের মাঠ থেকে আসবে কিষাণী, আরও আসবে গৃহে কাজ করা ভাগ্য বিড়ম্বিত কিশোরী মেয়েটি । স্কুল – কলেজ – বিশ্ববিদ্যালয় থেকে আসবে ছাত্রী এবং নারী শিক্ষকগন। তসবি হাতে কিম্বা উলুধ্বনি দিতে দিতে আসবে আমার আপনার বৃদ্ধা মা, জেঠিমা, দিদিমা, খালা, মাসি, পিসি, নানী, দাদী, ফুফি । ফ্যাসিষ্ট হেফাজতি’ দের বুঝিয়ে দিতে হবে এ দেশের অর্ধেক নারী এবং তারা রসুই ঘরে বন্দী থাকতে রাজি নয় । তাদের বাদ দিয়ে, অন্ধকারে রেখে কোন নীতি, আইন পাস করা যাবেনা । কোনও সরকার গঠন করা যাবেনা ।
উক্ত কর্মসূচী সফল করার জন্য আমাদের প্রত্যেক কে অর্থ, শ্রম এবং সময় দিয়ে সক্রিয় অংশগ্রহণ করতে হবে । এর জন্য কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করে দিতে হবে । আমি বিশ্বাস করি আমরা চাইলে ঢাকা শহরে ১ কোটি নারীর সমাবেশ ঘটাতে পারি ।
আমার এই প্রস্তাব সমর্থন করলে এই স্ট্যাটাস টি শেয়ার করুণ এবং ইমরান এইচ সরকার তথা গণজাগরণ মঞ্চের নেতাদের কাছে পৌঁছে দিন । আমি অধম অত্যন্ত সাধারণ ফেইস বুক ব্যবহারকারী । আমার দৌড় শাহাবাগে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে বা বসে লাকির স্লোগানে গলা ফাটানো পর্যন্ত ।
-------জয় বাংলা । জয় তারুণ্য । জয় জনতা ।
[কার্টেসিঃRahat Mustafiz]