যশরাজ আর শাহরুখ জুটি হিন্দি সিনেমার জগতে এমন সব প্রাণ ভুলানো সুবাস বিলিয়েছে যার মধুর স্মৃতি তাদের নতুন প্রচেষ্টা কে উচ্চমার্গীয় আনন্দের উৎস হিসেবে ধরে নিতে কারো বিশেষ ভাবনা করতে হয়না।
সেই আত্মবিশ্বাস থেকেই বিরাট আগ্রহ নিয়ে কাল দেখলাম সেই ১৯৯৫ সালের দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমা কারিগরের নতুন শিল্প সন্তান যব তক হ্যায় জান।
অতি মেধাবী ছাত্র যে কিনা এস এস সি তে বোর্ডে ফার্স্ট প্লেস করা সে যদি এইচ এস সি তে ফার্স্ট ডিভিশনে পাশ করে তা যেমন কাউকে স্বস্তি দিতে পারেনা তেমনটাই লাগল হিন্দি সিনেমার এই নতুন সেনসেশন যব তক হ্যায় জান।
বদলে যাওয়া এই নতুন সমাজে চিরন্তন প্রেম যেন কেমন পানসে লাগে, ফেস বুকে হাজারো ফ্রেন্ড এর মাঝে কারো স্টাটাস কখনো থাকে জান আবার কখনো বদলে গিয়ে হয়ে যায় ভালো বন্ধু এতে কারও সময় থেমে থাকেনা। কেউ আর চিঠির অপেক্ষায় গায় না চিঠি কেন আসেনা?
এখন মোবাইল ইন কল থাকার মাঝে চলে আসে ওয়েটিং কল। সরি জান আম্মার কল, পরে কথা হবে বলে কেটে দিয়ে আবার শুরু হয়,নতুন লাইন হায় জানি .........., যেখানে ধুন্ধুমার মারপিট, একশন এবং এন্টি ভাইরাস ওলা কনডমের ভোক্তা নায়কেরা কাপড়ের মত নারী বদলায়
সেখানে শরৎ বাবুর কাহিনীর মত ক্যাটরিনার কাছ থেকে রিফিউজ হওয়া শাহরুখের দশ বছর আনন্দ উল্লাসের জিবন ছেড়ে বোমা ডিফিউজের চাকরী নিয়ে দেবদাস দশা বড়ই বেমানান।
তবে শাহরুখ কিছুটা বদলেছে , আগে কোনদিন তাকে সিনেমায় কারো ঠোটে চুমু খেতে দেখা যায়নি এ ছবিতে দেখলাম ম্যাওরিনার (ক্যাটরিনার) আকর্ষন এড়াতে পারেন নি খান সাহেব। (মনে হয় ঘরে তার ভাল দিন যাচ্ছে না।)
সিনেমার কাহিনী আর দশটা প্রেমের সিনেমার গল্পের সাথে সহজে মেলানো যায়, বড়লোকের মেয়ে ক্যাটরিনা, আকর্ষনীয় এবং প্রচুর জিবনী শক্তির শাহরুখ, পথ চলতে পরিচয় , গান শেখার বাহানায় এক সাথে চলা ও প্রেমের শুরু, এরপর একটা এক্সিডেন্ট ,জিবন শঙ্কায় শাহরুখ এবং ক্যাটরিনার মান্নত শাহরুখ বেচে গেলে তার প্রিয় জিনিস শাহরুখ কে জিবন থেকে কোরবানি দেবে ( জানিনা এ আইডিয়া ইসমাইলের কোরবানি নাকি বাবর, হুমায়নের আত্মত্যাগ থেকে এসেছে) তাই ক্যাটরিনা চলে গেল শাহরুখের জিবন থেকে স্বেচ্ছায় আর শাহরুখ শুরু করল ঈশ্বরের সাথে যুদ্ধ বিনা সেফটি তে বোমা ডিফিউজ করার কাজে।
এই মোটামুটি গল্প। সিনেমার গান গুলোও তেমন ভালো বলা যাবেনা ব্যাতিক্রম শ্বাস মে তেরি, শ্বাস মেরি তু এই গানটি।
আমার বিচারে ১০ এ ৬ পাবে এই সিনেমা।
তবুও দেখবেন রোমান্স রাজার শেষ সিনেমা । তবে আপনার জিবনের রোমান্স শেষ করবেন না, চালিয়ে যাবেন যব তক হ্যায় জান।।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪০