আমরা এমন কেন? সামান্য বিষয়ে দুর্নিতি করা আমাদের কাছে এত সাধারন ব্যাপার কেন?
আমার চাচার একটা চিড়ার মিল আছে প্রতি বছর রোযার শুরুতে বিরাট লম্বা লাইন হয় চিড়ার মিলে , চাচা সিরিয়াল মেইন্টেইন করে চীড়া ভাংগিয়ে দেয়। এক দিন এক পৌড় (বয়স্ক) লোক চাচাকে চুপিচুপি বলে, আমি তোমাকে ১০ টাকা বেশি দেব, আমারটা আগে করে দাও।
বিষয়টা একটু ভাবেন , একজন লোক যখন তার সুবিধার জন্য অনুরোধ করে তখন বিষয়টা সহনীয় থাকে কিন্তু এর জন্য ঘুষ দিতে উদ্দত হয় তখন বিষয়টা কি দাঁড়ায়।
এই আমাদের নৈতিকতা , সেখানে শুধু রাজনীতি বিদ্গণের দোষ দিয়ে কি হবে।
আমরা চিংড়ীর মাঝে পেরেক দেই, পাটের মাঝে পানি দেয়, নগদ লাভের জন্য , জানিনা, জানতে চাই না পরিণামে কি হবে?
বলতে চেয়েছিলাম নিজে কিভাবে প্রতারিত হ্লাম সেই দুখের কথা। মাঝখানে কিছু কথা বলে ফেললাম। যাই হোক মুল কথাটাই বলি। একটা মোটর সাইকেল কিনে দেবার জন্য বড়ভাই বেশ কিছু দিন ধরে বলছিল , বেশি টাকা নাই তাই ভাবলাম সেলবাজার থেকে কিনব। তাই বেশ কয়েকটা মোটরসাইকেল দেখলাম ও কিন্তু চাকরিজীবী হওয়ায় বেশি খোজাখুজি করা সম্ভব হচ্ছিলনা , একেবারে ভাঙরি গাড়ি কেনার ও ইচ্ছা ছিলনা তাই প্রথমেই ফোন করে শুনে নিতাম মিটার রিডিং কত আছে ? কিন্তু বন্ধুদের কাছে জানলাম এনালগ মিটার সহজেই চেঞ্জ করা যার ঘড়ির টাঈম বদলের মত, তাই ভাবলাম ডিজিটাল মিটার ওলা কিনব। পেয়েও গেলাম খুলনার এক বিক্রেতার হিরো প্যাশন প্রো , ৬ মাসের পুরানো ৫০০০ কিমি চালান, দাম ১১৫০০০। তার সাথে ফোনে কথা বলে ভদ্র লোক বলে মনে হল , পেশায় ছোট খাট ব্যাবসায়ি এবং স্থানীয় সাংবাদিকতা ও করে। রিলায়েবল মনে হল। বাড়ি আমার যশোরে বিক্রেতা খুলনার, আমি থাকি ঢাকাতে তাই বাড়ি থেকে ছোট ভাই কে পাঠালাম , বলে দিলাম, মাইল মিটার, গাড়ীর শব্দ, কালার সব চেক করে দেখিস।
৫৮০০ কিমি মিটারে আছে , রসিদ এ আছে ২রা ফেব্রুয়ারি গাড়ি কেনা। যাই হোক ৫০০০ আর ৫৮০০ বেশি দূর না ৬ মাস আর ৮ মাস ও খুব পার্থক্য না। দামাদামি করে ১১০০০০ হাজারে কিনে নিলাম।
গাড়ী ভালোই, কিন্তু খুলনা থেকে বাড়ী আসার পরে লক্ষ্য করা গেল আগের মিটার রিডিং আর ৬০ কিমি চালানোর পরের রিডিং একই , কারন কি? কারন কী? মিস্ত্রির কাছে নিয়ে গেলে দেখা গেল । তিনি মিটারের তার কেটে রেখেছেন।
কেন এই প্রতারনা, তার গাড়ী ১৩৫০০০ হাজারে কেনা বর্তমানে বাজার দর ১৪৫০০০ যদি ৫০০০ কিমি রিডিং না হয়ে ১০০০০ কিমি হলে না হয় আর ৫০০০ টাকা কমে বিক্রি হত। তাই বলে এই প্রতারনা, সে নাকি আবার সাংবাদিক।
ছিঃ
আমাদের নৈতিকতা।
থুঃ
শালা প্রতারক।