ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এক পরীক্ষার জন্য, এই পরীক্ষা দিতে আমি ইচ্ছুক কিনা তা আমি জানিনা, ফরম ফিল আপ করে ছিলাম কিনা আমার মনে পড়েনা কিন্তু আমাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার ফলাফল কি হবে ঈশ্বর জানেন তবে তিনি চূড়ান্ত উত্তরপত্র না পাওয়া পর্যন্ত সাস্তি কিম্বা পুরস্কার দিবেন না কারন এটি আইন বিরুদ্ধ হয়ে যাবে। তাই তিনি এক পরীক্ষার ব্যবস্থা করেছেন, এখানে তিনি এফ বি আই এর মত বোমাবাজ সহায়ক শয়তান আবার বোমা মারলে কি হবে সে বিষয়ে সতর্ককারি রাসুল পাঠিয়েছেন।
এফ বি আই কি ঈশ্বরের ভুমিকায় চলে গেল?
কারো মনের সুপ্ত বাসনা কে উপযুক্ত পরিবেশ দান করে তাকে অপরাধীর কাতারে নিয়ে আসা টা কোন নৈতিকতার পর্যায়ে পড়ে? আর অন্যায়ের সহযোগী হিসাবে এফ বি আই কেন অপরাধি হবেনা?
আমাদের নাফিস সোনার ছেলে তিনি যে কর্ম করেছেন তাহা যে অতিশয় জঘন্য ,এর যথাপযুক্ত ফল তিনি লাভ করিবেন , মাঝখানে নির্দোষ বাংলাদেশি যারা কষ্ট করে ভাল থাকছিল তাদের যে অপরিমেয় ক্ষতি হয়ে গেল তা রোধ করার জন্য আমাদের সরকারের এ বিষয়ে যথাযথ ভুমিকা রাখা দরকার ।
যে সব ছেলে পিলে বিদেশে যাচ্ছে তাদের কে সেই দেশের আইন কানুন সম্পর্কে শিক্ষা দেয়া দরকার , যাবার প্রাক্কালে,
মনে রাখতে হবে আমরা দরিদ্র দেশের নাগরিক, আমাদের সামান্য ভুল থেকে রক্ষা করার মত লোক নাই, আজ ইজরাইলের কোন নাগরিক এমন কাজ করলে হয়ত তা অন্য কোন খাতে প্রবাহিত করা হইত, কারন ইতিহাস বলে ইজরাইলের বিমান একবার আমেরিকান শিপে বোমা বর্ষন করলে ও মার্কিন তরফ থেকে কিছু বলা হয়নি। ও ফ্রেন্ডলি ফায়ার
একটা বাস্তব উদাহরণ দেই আমার এক ফুফাত ভাই তার মামার বাড়িতে (আমার চাচা) গিয়ে বাথরুমে গোসল করার সময় ট্যাপের হাতল খুলে ফেলেছিল, এবং তা পড়ে টয়লেটের প্যানের ভিতর চলে যায় , এর জন্য সে এত পরিমাণ চিন্তায় ছিল , মামা কি বলবে ,
পরে তার কাছে শুনেছিলাম সেই নব উদ্ধারের জন্য প্যানের মধ্য হাত দিয়েছিল ,
অপর দিকে ওই চাচাত
ভাই আমাদের বাড়িতে আমাদের মোটর সাইকেল এক্সিডেন্ট করে হেডলাইট ভেঙ্গে ফেললেও সাবলীল ছিল কারন তার বাবা বড়লোক এটা কোন ব্যাপার না। আমার কথাটা আশাকরি বুঝতে পেরেছেন ।
কোন মার্কিন নাগরিক কে এভাবে প্যাচে ফেলে আমাদের আইনে আটকান তখন দেখেন তাদের দেশ কিভাবে আমাদে র চৌদ্দগুষ্টি উদ্ধার করে ।
কারন তারা ক্ষমতাধর তাই আমদের উচিত আমাদের ছেলেপুলেকে এইসব বিষয়ে আগে ভাগেই সতর্ক করা । যাতে কোন জিহাদি জোশে আক্রান্ত ছেলে দেশের মান সন্মান কে ধুলায় মিশিয়ে দিতে নাপারে।