শালা কপাল।
কি একখান দান পাইছিলাম গুলাপিরে ফাটায় দেয়ার,
কি হয়ে গেল?
বাংলা বিহার উড়িষ্যা আজ রেজাকারে ভরে গেছে,
সাদা চামড়ার হালারা কি রেযাকারে যোগ দিল।
ও বিয়াই তুমরা কুনে?
কত্ত কিছু খাইয়া হজম কইরা ফেললাম, কুটি কুটি টাকার শিয়ার বাজার, কুইক রেন্টাল এর তেল , ভিও আই পি, হ্লমার্কের টাকা আরো কত কিছু, কিছু হইল না,
এই বিদেশিরা কি মানুষ নাকি হাড় কিপতটে?
বিলিয়ন ডলারের প্রযেক্টে দুই চারশ কুটি টাকা আমার আবুলে খাইছে এটাই দূষ হয়ে গেল। ইরা মানুষ না খেরেস্তান।
কত কি ই না কইরলাম? তাদের ইজ্জত মেরে দিয়ার হুমকি দিলাম, তেলের ভাণ্ড পাঠালাম, শেষমেশ , আবুল ভাই, মুশা ভাইরে দেশপ্রেমিক বানালাম , তবু তুরা বুনো মোষের মত গো ধরে রইলি, গুলাপির কথা ই শুনলি?
তোদের মুখে মুড়ো ঝেটার বাড়ি , ফের আশিস, খাওয়ায়ে দিবানে, শালা হারামীরা কুনহানকার।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১১