আমরা জানি যে যখন যেভাবে যে অবস্থায়ই হোক না কেন পুরুষ দারা নারীকে উত্যক্ত করার বিষয়টিকে ইভটিজিং বলে । আর যদি আচরনের দিক থেকে বলি তাহলে একটু সময় নিয়ে বলতে হবে যে মানুষের ভিতরে কত হিংস্রতা লুকিয়ে থাকে
যেমন মেয়ে দেখলেই ছেলারা তাদের-- অশালিন কথা,শিস দেয়া,লম্পটচাহনী,অশ্লীল অঙ্গভঙ্গী,যৌন আবেদনময়ী গান গাওয়া,অস্বস্তীপূ্র্ণ অপলকদৃষ্টি,পিছু নেয়া, উরন্ত চুমু ইঙ্গিত, চলার পথে বাধা সৃষ্টি, শরীরে হাত দেয়া,গা ঘেষে দারানো ,ধাক্কা দেয়া,ব্ল্যাক মেইল করা, মোবাইলে কুরুচিপূর্ণ ছবি + মেসেজ পাঠানো,এমন কি মিস কল দেয়া, ইত্যাদি ইত্যাদি ইভটিজিং যা বলে শেষ করা যাবে না ।
আর এই মহান কাজ গুলো যারা বেশি করেথাকেন তাদের মধ্যে-- মাদকাসক্ত, টিএনজ তরুন,বেকার যুবক, রিক্সা চালক, বাসের হেলপার সহ আরো অনেকে,
আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের চার পাশে এই খরাপ মানুষের ভিরে প্রত্যেকের ভিতরেই একটি ভাল মন আছে যার দলটা অনেক বড়,তাই আশুন না আমরা সবাই মিলে এই বড় দলেড় সদস্য হয়ে আমাদের চারপাশ থেকে এই হীন কাজ কে শুধু ঘৃণাই করি না বরং সবাই মিলে এর প্রতিরোধ গড়ে তুলি :::::