গোটা বিশ্ব যখন পরিবেশ রক্ষায় হিমিশিম খাচ্ছে, ঠিক তখনই মেক্সিক্যান একদল তরুণী অবাক করার মতো ঘটনা ঘটিয়েছে। জানা গেছে, পরিবেশ রক্ষায় এক দল নারী গাছকে বিয়ে করেছেন। এমন ঘটনাটি ঘটেছে দেশটির ওয়াক্সাকা রাজ্যে। এই নারী দল গাছগুলোকে কেটে ফেলার হাত থেকে রক্ষা করতেই তারা পুরুষ সঙ্গীদেরকে বাদ দিয়ে গাছগুলোকেই বিয়ে করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো এমনটিই জানিয়েছে। গাছের সঙ্গে বিয়ে করার সময় ছবিতে দেখা যাচ্ছে, পুরো দস্তুর সফেদ গাউনে বিয়ের সাজ সেজে প্রিয় সখা গাছের ডালকে চুমু খাচ্ছেন নারীরা।
খ্রিস্টান ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়েতে ছুড়ে মারার জন্য ফুলের তোড়াও ছিল। তবে এ ধরনের বিয়ের কোনো আইনি ভিত্তি নেই বলে অনেকেই বলাবলি করছে।
ওই নারীদের এমনটি করার কারণ সম্পর্কে বলেন, মূলত বেআইনিভাবে নির্বিচারে পরিবেশের বন্ধু গাছ কাটা প্রতিরোধ আন্দোলন জোরদার করতে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এ উদ্যোগটি নেয়া হয়েছে। মেক্সিকোর প্রায় এক-তৃতীয় ভূখ-বনভূমিতে ঢাকা। তবে এক শ্রেণির অপরাধী গোষ্ঠীর তৎপরতায় বেআইনি গাছ কাটা নিয়ে বড় ধরনের সংকটে রয়েছে মেক্সিকো।
মেক্সিকোর বন উজাড়ের খড়গে থাকা ৫টি রাজ্যের মধ্যে ওয়াক্সাকা অন্যতম একটি। তাই এ ধরনের অভিনয় আয়োজনের মাধ্যমে সচেতনতা বাড়াতে পারবেন বলে মনে করছেন এই ‘শুভবিবাহ’ এর আয়োজকরা। এ রকম আয়োজন যদি সত্যিই সচেতনতা সৃষ্টি করে তবে তা অবাক হওয়ার কিছু নেই।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৭