বাচ্চা কাঁদলে মা, অথবা তার আপন জন খুব অস্থির হয়ে যায়, কান্না থামাবার জন্য খাবার দিয়ে, খেলনা দিয়ে, কোলে নিয়ে, বাহিরে নিয়ে যে ভাবেই হোক কান্না থামায়ে থাকেন মায়েরা চাই কোনভাবেই যেন বাচ্চা না কাঁদে সদ্য জম্ম হওয়া বাচ্চা যদি রাতে বা দিনে কান্না-কাটি একেবারেই না করে অথবা কান্না কম করে তাহলে বাচ্চার বাবা-মা, বিশেষ করে দাদী নানীরা খুব আহলাদে গদ গদ হয়ে বলতে থাকে- এ ঘরে যে একটা বাচ্চা আছে, বোঝাই যায় না কী শান্ত !!! না বিশেষজ্ঞরা বলেন বাচ্চাদের কাঁদতে দেওয়া উচিত বাচ্চা কাঁদলে তৎক্ষনাত না থামিয়ে কিছুক্ষন কাঁদুক না তাতে বাচ্চার ঘুম ভাল হবে বাচ্চা আত্ম বিম্বাষী হবে, প্রতিকুল আবস্থায় নিজেকে খাপখাওয়াতে শিখবে
বড়দেরও মাঝে মাঝে অসুস্থ্য হওয়া উচিত তা যদি একটু সর্দি জ্বরও হয় মাঝে মাঝে একটু আধটুকু প্রতিকুল অবস্থায়ও পড়তে হয় কখনও কখনও আর্থিক ক্ষতিগ্রস্থও হতে হয় এতে সর্তকতা বেড়ে যায় এর থেকে পরিত্রানের জন্য সবসময় কিছু দান খয়রাত দিতে হয়
এবার আসি মূল কথায় গত ২৪ তারিখ অথাৎ ঈদের আগের দিন কিছু কেনা কাটার জন্য বাহিরে গিয়েছিলাম বাসার ফিরে গেটের কাছে নতুন নতুন জুতা, এর মধ্যে বাচ্চা ও মহিলাদের জুতা ঘরে ঢুকে মহিলা দুজনকে চিনতে পারছিলাম না আমার ছেলেকে ডেকে নিয়ে বকা দিলাম তুমি কেন দরজা খূললে?? ও বলল ‘আমি খূলতে চাই নি, ওনারা অনেক ক্ষন দাঁড়িয়ে ছিল’’ পরে বাবার কথা বলছিল যে সে আমার (মহিলার) কাকা হয় পরে ওনাদের পরিচয় নিয়ে জানতে পারলাম আমার শশুর বাড়ির কাছের লোক সে আমার কাছে আসছে কিছু টাকা সাহায্য নিতে আমি একটু বিরক্ত হলাম একে তো বাহির থেকে আসছি, আবার চিনিও না, আমরা বাসায় নেই জেনেও তাদের বাসায় প্রবেশ করা এবং দীর্ঘক্ষন অপেক্ষা করা সব মিলিয়ে বেশ বিরক্ত ছিলাম মহিলা দুজন টাকা চাইলে আমি বিরক্ত হয়ে বললাম আমার কাছে এখন টাকা নেই মহিলার বাচ্চাকে একশত টাকা দিয়ে দিলাম ওনারা চলে গেলেন পরের দিন অথাৎ ঈদের দিন, রিক্শায় চড়ে আগাঁর গাও যাচ্ছিলাম আমার বাসা থেকে মাত্র ২০০ গজ দূরে যেতেই পিছন থেকে (রং সাইড থেকে) হুন্ডায় সো স্টমার্ট দুই যুবক চাওয়া নেই কওয়া নেই কিছু বুঝে ওঠার আগেই মানি পার্সটা সোওওওওওওওওওওওওও মেরে নিয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখলাম ওরা উল্লাস করতে করতে উড়ে গেল সেই যে গেল আর ফিরে তাকাল না আমি বোকার মত বসে রইলাম পার্সের মধ্যে আমার ১০০% হালাল ৫০০০ টাকা ছিল দুটো মোবাইল ছিল এর মধ্যে একটি মোবাইল ছিল সদ্য আমার অধিকারভুক্ত হওয়া যাকে আমি সব মিলিয়ে একমাসও কাছে পাইনি আরো ছিল প্রয়োজনীয় কিছু কাগজ পত্র
এখন উপলব্ধি হল -
১ ’আল্লাহর মার দুনিয়ার........!!
২ চলার পথে একটু সর্তক হতে হবে
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪