.
.
.
.
.
যেনো থেমে আছে পৃথিবী
নিস্তব্ধ রজনী আরো নিথর হয়ে যাচ্ছে ক্রমশ
ভুল করে ডেকে উঠা দু একটি রাতজাগা পাখি
কিংবা পোকার খোঁজে দেওয়ালে চলন্ত টিকটিকির-
টিকটিক শব্দ; সেই নিস্তব্ধতায় ভয়ঙ্করের প্রতিচ্ছবি হয়ে ভাসছে
কখনোবা এক ঝলক ঠান্ডা বাতাস
কখনোবা পড়ন্ত তারা জানান দিচ্ছে জীবনের বারতা
জানান দিচ্ছে এখনো থামেনি স্বপ্ন কিংবা সংসার
থামেনি জীবনের ব্যায়ভার
থামেনি পথচলা কিংবা আগমনী উষার
থেমে যাবে সেদিন সব, ঐ পড়ন্ত নক্ষত্র
কিংবা টিকটিক শব্দের টিকটিকি
দেখবেনা তুমি অনন্ত নক্ষত্রবিথী
ঠান্ডা বাতসে প্রাণ জুড়াবে না আর
অবসান হবে তোমার সব প্রতিক্ষার
যেদিন তুমি থেমে যাবে, থেমে যাবে তোমার শরীর
অবসরে চলে যাবে সব অঙ্গ তোমায় ছুটি জানিয়ে
সেদিন তুমি দেখবে শুধুই একরাশ গাড় অন্ধকার
ঠিক আজকের নিস্তব্ধ রাত্রীর মত
নক্ষত্রহীন খোলা আকাশ, তোমায় জানাবে বিদায় ।