(ছবি ইন্টারনেট থেকে নেয়া)
এধরনের ছবিকে আমরা কেন অশ্লীল বলি? এক যুগলের মিলনের ছবি- এটাকে কেন অশ্লীল বলি? এটা এমন একটা ঘটনা যা প্রতিটা সেকেন্ডে ঘটছে লক্ষ লক্ষ বার। আমাদের যদি মিলনই না হবে তাহলে তো মানবজাতি একসময় বিলীন হয়ে যাবে। তবু আমরা শকড হই কারও ফেসবুকে এধরনের ছবি দেখে। ঘৃনা করি পর্ন ছবি বলে।
কেন?
প্রতিদিন আমরা শত সহস্র ছবি দেখি। পেপারে।ইন্টারনেটে। এক্সিডেন্ট,আগুনে পোড়া দগদগে চেহারা, ইরাক বা আফগানিস্থানের মৃত শিশু, গাজা বা লিবিয়ার বিধস্ত জনপদ। আমরা কিছু বলি না। সয়ে গেছে। ধংস্ব আর অমানুষ্যত্বের ছবি মানুষ কে আর আলোড়িত করে না।আমাদের মনকে একটু নাড়া দেয় না।এটাই স্বাভাবিক।
কিন্তু একটা নগ্ন ছবিতে কি সমস্যা? মানব মানবির চিরাচরিত মিলন দৃশ্যে সবার কেন আপত্তি ?কেন ধর্ম, সমাজ, আইন কানুন সবাই মিলনের প্রতি কঠোর ভাবাপন্ন?মিলন তো “making love”। বাইবেলে তো বলা হয়েছে মিলন হচ্ছে সংগী কে "ভালো করে চেনা"।
তবু সেক্স কেন নিষিদ্ধ বিষয়?
কেন সেক্স আর ভায়োলেন্স একই সাথে দেখা হয়?
DEATH Orientation—killing, destruction, carnage, war = GOOD
LIFE Orientation—sex, love, intimacy = BAD
তাই "এই ছবিতে সমস্যা কি" না বলে প্রশ্ন জাগে " আমাদের কি সমস্যা" ???
আমরা হত্যা-ধ্বংস কে আপন করে নিয়েছি। আর ভালোবাসা, মিলন, জীবনীশক্তিকে ঘৃনা করছি, অস্বীকার করছি,এড়িয়ে চলছি ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৯