কি লিখব আর কিভাবেইবা লিখব সেটা ঠিক বুঝে উঠতে পারছিনা । স্বপ্নগুলো হারিয়ে ফেলে জীবনপথে পথহারা এক পথিকের মত ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছি । ঠিক যেন নিঃসঙ্গ,নিভৃতচারী রাতজাগা এক পাখি । জানো,এখনো তোমায় নিয়ে স্বপ্ন সাজাই । বন্ধুরা হাসাহাসি করে,মা ডেকে ঝাড়ি দেয় পরাশুনা করার জন্য.....। চূড়ান্ত নির্বোধ এই ছেলেটা সারাটা রাত জেগে পার করে দেয়,পাছে তোমায় নিয়ে ভাবার জন্য একটা মুহুর্ত কম পরে যায় জীবন থেকে । বহু যত্নে,বহু কষ্টে শুধু তোমায় নিয়ে গড়া আমার পৃথিবী আজ আমারই চোখের সামনে ধুলিমলিন হয়ে পড়ছে দিনদিন,আমি ফিরেও তাকাইনা । হৃদয় ছুঁয়ে যাওয়া সুরগুলো কেমন যেন বদলে গেছে । মনের মাঝে আজ আর আনন্দের সুর নেই । কেবল আছে বেহালার ছড় টেনে যাওয়ার মৃদু অথচ করুণ সুর । অথচ মাত্র কিছুদিন আগেইতো সব দুঃখগুলো কে তাড়িয়ে দিয়েছিলাম জীবন থেকে । তোমায় স্পর্শে রঙ্গীন হয়েছিলাম আমি । তবে আজ কেন এমন হলো ? জীবনটা হঠাত করেই কেমন যেন এলোমেলো হয়ে গেছে । কেন আর মিথ্যে স্বপ্নছায়ায়,ভ্রান্তির বাহুলগ্নে আটকে রাখব তোমায় ? কিসের জোরেই বা রাখবো বলো ? এরচেয়ে বরং তোমায় তোমার মতই চলতে দেই । অনেক করেছ আমার জন্য,এবেলায় আমায় কিছু করতে দাও । আমি বলছি আজ থেকে তুমি মুক্ত তুমি স্বাধীন । তোমার উপর আমার শেষ দাবিটাও আজ আমি তুলে নিলাম । তবুও তুমি ভাল থাক । তোমার ভালো থাকাতেই যে আমার ভাল থাকা । আমি হয়তোবা মহাকালের স্রোতে খড়কুটোর মতই ভেসে যাব । জীবন ঘুড়িটার সুতো বড্ড বেহিসেবে ছেড়েছিলাম , কখন যে সুতো নাটাই ছেড়ে উড়ে গেছে বুঝতেই পারিনি । আর বুঝলেই বা কি হত বল ? তোমারতো কিছুতেই কিছু যায় আসে না । আর কষ্ট করোনা । অনেক অনেক ভাল থাক । দূর থেকে তোমায় শুভকামনা জানাই । জানি নেট এর আশ্রয় নেয়ায় তুমি খুব একটা খুশি হবেনা । কিন্তু কি করব বল,তোমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার ক্ষমতা আমার নেই । বিদায়।
ইতি
তোমার পাগল টা
আরেকটা কথা,আজ তোমায় আগের মত তুই বলে ডাকতে খুব ইচ্ছে করছে ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৭