ছোটবেলায় কে যেন আমাকে শর্টকাটে শাপলা ফুল আঁকা শিখিয়েছিল। পেন্সিল হাতে পেলে ওটাই আঁকতাম বারবার। মাঝে মাঝে গরু আঁকতে গিয়ে বিড়াল টাইপ একটা কিছু এঁকে ফেলতাম।
এখন বড়বেলায় এসে বুঝেছি ছবি আঁকা আসলে কী জিনিস! প্রায়ই সোদবিজ আর ক্রিস্টির নিলামের নিউজ দেখি। ফিদা হুসেন, মেহতা, বেকন; ইনাদের ছবি দেখি, দেখি আর ভাবি, হ্যাঁ, আমাকেও দিয়েও আলবৎ হইবে। অনুপ্রেরণায় আছেন ভ্যান গগ। তিনি নাকি ৩০-এর পর ছবি আঁকা শুরু করেছিলেন। যাই হোক, আমার এখনো অতো হয়নি। তাই জলদি অফিসের আকাশ ভাইকে বললাম, 'আকাশ ভাই, আমি তেলরং দিয়ে ছবি আঁকবো। আপনি শুধু বলেন কোন তেল লাগবে? নারকেল তেল নাকি সয়াবিন নাকি কেরোসিন-পেট্রল টাইপ কিছু। আকাশ ভাই আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বললেন, 'শিষির তেল লাগবে, ইংরেজিতে যাকে বলে লিনসিড অয়েল'। ' আচ্ছা, ব্যাপার না, কিন্তু ঐ তেল কয়টা রংয়ে পাওয়া যাবে?'
এরপর আকাশ ভাই বেশ ধৈর্যের সঙ্গে নিলেন অয়েল পেইন্টের প্রাইমারি ক্লাশ। পরদিনই নিউমার্কেটে গিয়ে একগাদা রংয়ের টিউব আর তুলি নিয়ে এলাম। সঙ্গে একফালি ক্যানভাস, বোর্ড, পেলেট।
ভেতরে প্রচণ্ড উত্তেজনা। কী যে এঁকে ফেলি!
তুলির প্রথম স্ট্রোক। হাত কম্পমান। তবু টেনে গেছি, যা হয় হোক ভেবে। শেষে যা দাঁড়াবে, তা বুঝে একটা নাম দিয়ে দিলেই হলো।
রাশির হিসাবে আমার লাইফে ২-এর প্রভাব একটু বেশি। তাই দ্বিতীয় ছবিটাই আগে পোস্ট করলাম। আঁকতে বেশি সময় লাগেনি। দুই রাতের ৪ ঘণ্টা।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৭