জিমি ওয়েলসের আবেদন
গুগলের হয়তো রয়েছে লাখ দশেক সার্ভার। ইয়াহুর আছে প্রায় তেরো হাজার কর্মী। আমাদের সার্ভার মোট ৬৭৯ টি এবং কর্মীর সংখ্যা ৯৫ জন।
... ব্যবহারিক বিবেচনায় ওয়েব মাধ্যমে উইকিপিডিয়ার অবস্থান ৫ম। এবং প্রতি মাসে প্রায় ৪৫ কোটি মানুষকে এটি কোনো না কোনো ভাবে সেবা দিয়ে যাচ্ছে- শত কোটি ওয়েবপেইজের মাধ্যমে।
ব্যবসা জিনিসটা ভালো। বিজ্ঞাপণ করাটাও মন্দ না। কিন্তু এখানে এগুলো অনুসরিত হয় না- এই উইকিপিডিয়ায়।
উইকিপিডিয়া সবসময়ই বিশেষ কিছু। একটা উম্মুক্ত পাঠাগার অথবা ঠিক যেন একটা খোলা উদ্যানের মতো। এ যেনো এক মানসমন্দির, যেখানে এসে আমরা শিখি, নতুন কিছু চিন্তা করতে উদ্বুদ্ধ হই, একে অপরের সাথে জ্ঞানালোক ভাগাভাগি করে নেই।
যখন আমি উইকিপিডিয়া প্রতিষ্ঠা করি, তখন বিভিন্ন ধরণের বিজ্ঞাপনের ব্যানার ঝুলিয়ে আমি এটাকে একটা লাভজনক প্রতিষ্ঠানের রুপ দিতে পারতাম। কিন্তু আমি ভিন্ন কিছু একটা করার চিন্তা করলাম। গত কয়েক বছর ধরে আমরা কঠিন পরিশ্রম করে গেলাম আমাদের মূলমন্ত্রে অটল এবং অবিচল থাকার জন্য। দুর্মুখের বাণী অগ্রাহ্য করে আমরা আমাদের লক্ষ্য পূর্ণ করেছি।
এই লেখাটা যারা পড়ছেন, তাঁরা প্রত্যেকে যদি $৫ (পাঁচ ডলার~সাড়ে তিনশো টাকা) করে দান করেন, তাহলে তহবিল সংগ্রহের জন্য ফি বছর আমাদের একটা দিনের বেশি দরকার পড়বে না। কিন্তু অনুদান করা সবার পক্ষে হয়তো সম্ভব নয়। সেটা তেমন কিছুই নয়। প্রতিবছর যথেষ্ট পরিমাণ মানুষ ঠিকই উইকির তহবিলে অর্থযোগ করে যাচ্ছে।
আমি একান্তভাবে কামনা করি, এ বছর উইকিপিডিয়া সংরক্ষণ এবং সচল রাখার- জন্য ৫ডলার, ১০ইয়োরো কিম্বা হাজার টাকা, যে যাই পারবেন, সে পরিমাণ অর্থসাহায্য দিয়ে আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
ধন্যবাদান্তে,
জিমি ওয়েলস
উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা
--------------------------------------------------------------------
ব্র্যান্ডন হ্যারিসের আবেদন
মনে হচ্ছে, নিজের মৃত্যুবার্তার প্রথম বাক্যটা লিখতে বসেছি।
আজ আমি উইকিপিডিয়ার জন্য যা করছি, মনে হয়না এই জীবনে এরচে গুরুত্বপূর্ণ কিছু হয়তো করতে পারবো। আমরা শুধুই একটা বিশ্বকোষ গড়ছি না, গড়ছি মানুষের মুক্তির সোপান। জ্ঞানরাজ্যে মুক্ত বিচরণ করতে পারলেই আমরা হয়ে উঠব উন্নততর মনুষ্য জাত। বুঝতে পারব, এই পৃথিবীর বিশালতার তুলনায় আমরা- যারা টিকে আছি সহিষ্ণুতা আর সমোঝতার মধ্য দিয়ে- কতটা নগন্য।
ব্যবহারের দিকে ...পৃথিবীতে উইকিপিডিয়ার অবস্থান পঞ্চম। আমি এই ক্ষুদ্র অলাভজনক সংস্থাটিতে কাজ করে একে অন্তর্জালের আঙিনায় ধরে রাখি। আমরা এখানে বিজ্ঞাপন ঝুলিয়ে আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিতে চাই না। উইকিপিডিয়া কারও ঢাক পেটানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত কখনো হয়নি, হবেওনা।
আমাদের পাঠকদের দেয়া অনুদানের উপর ভর করেই আমরা আজও কাজ করে যেতে পারছি। আপনি কি উইকিপিডিয়াকে রক্ষার জন্য- ৫ ডলার, ১০ ইউরো, হাজার টাকা, কিম্বা যাই পারেন, সে পরিমান অর্থসাহায্য নিয়ে এগিয়ে আসতে পারেন না?
আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনে কাজ করি, কারণ এর যথার্থতা আমি অনুভব করি আমার আত্মায়। প্রযুক্তি বেচে খাওয়া অনেক বড় বড় কোম্পানিতে আমি কাজ করেছি যারা কিছু উটকো জিনিস বানিয়ে টাকা বাগিয়ে নিত ছোট্ট সব ছোট্ট শিশুর কাছ থেকে, যারা সেই কপটতা বুঝতো না। অতঃপর, কাজ থেকে বাসায় ফিরে এসেছি, বিপর্যস্ত- বিধ্বস্ত চিত্তে।
অনেকেই হয়তো জানেননা, খুব কম সংখ্যক লোক এই উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালনা করে, অন্যান্য আট-দশটা সেরা সেরা সাইটের যেখানে আছে হাজারখানেক কর্মচারী আর বিপুল পরিমাণ অর্থবরাদ্দ। কিন্তু আমার বিশ্বাস, শুধুমাত্র সুতো-কাঠি নিয়ে আপামর মানুষের জন্যে আমরা যা বুনে যাই, তার ক্ষুদ্রাংশই তারা পারে।
উইকিপিডিয়ায়, আপনার ক্ষুদ্র অনুদান হতে পারে বিশ্বময় মুক্তজ্ঞানচর্চার আন্দোলনে এক প্রশস্ত অবদান। এতে শুধু আপনি ভবিষ্যত প্রজন্মের জন্য এক সম্পদই রেখে যাচ্ছেন না, এই সম্পদে যারা নিত্য উপকৃত হচ্ছে তাদেরও করে যাচ্ছেন সমৃদ্ধতর। ছড়িয়ে দিচ্ছেন বাকি সবার মধ্যে আপনার অন্তর্নিহিত প্রেরণাটুকু।
ধন্যবাদান্তে
ব্র্যান্ডন হ্যারিস
প্রোগ্রামার, উইকিমিডিয়া ফাউন্ডেশন
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৭