নির্বাচিত পাতা নিয়ে নানা সময়ে নানা অভিযোগ এসেছে। সে ক্ষেত্রে সম্মানিত মডারেটরগন কতটুকু সচেতন হয়েছেন তা সামগ্রিকভাবে বলা মুশকিল। তবে আজকের একটি গুরুত্বপূর্ণ ভুল সামনে তুলে ধরছি।
বলতে খারাপ লাগছে, তবুও সত্যি নির্মম। প্রিয় ব্লগার কাণ্ডারি অথর্ব আজকে একটি পোস্ট দিয়েছেন।
ব্লগীয় রাশিফলঃ সামহোয়্যার ইন ব্লগ...২০১৫
পোস্টটি নির্বাচিত পাতায় স্থান পেয়েছে বলে খুব অবাক হলাম। হ্যাঁ অবাক হওয়ার কারণটি নিচে তুলে ধরলাম।
আজ বাংলানিউজ২৪ এ একটি আর্টিকেল ছাপা হয়েছে।
রাশির ভিত্তিতে কেমন কাটবে ২০১৫ সাল
কাণ্ডারি অথর্ব এর পোস্টের সাথে বাংলা নিউজ২৪ এর আর্টিকেলটির কিছু তুলনা তুলে ধরছি। বাকীটা পড়ে আপনারা দেখে বিবেচনা করবেন।
ব্লগীয় রাশিফলঃ সামহোয়্যার ইন ব্লগ...২০১৫ -
মেষঃ ব্লগিং কালঃ(২১ মার্চ – ২০ এপ্রিল)
২০১৫ সাল মেষ রাশির ব্লগারদের জন্য শুভ। এ বছর মেষ রাশির ব্লগারদের হিট প্রাপ্তিতে উন্নতি ঘটবে। পর্যাপ্ত পরিমানে লাইক প্রাপ্তি থাকবে প্রতিটি পোস্টে। এ বছর সেরা ব্লগার হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। মেষ রাশির ব্লগারদের মন্তব্য নিয়ে খুব একটা সমস্যার সম্মুখীন না হতে হলেও যারা মন্তব্য খরায় ভুগবেন, ব্লগীয় মিথস্ক্রিয়ায় পারদর্শী হওয়ার সুযোগ রয়েছে। ব্লগ কর্তৃপক্ষের আশীর্বাদ বজায় থাকবে। ব্লগারদের সঙ্গে ক্যাচালীয় পোস্টে সম্পর্কে কিছুটা বাধার যোগ দেখা যাচ্ছে। পোস্ট সংখ্যা বৃদ্ধি পাবে। এ বছরে ব্লগে একাধিক পোস্ট নির্বাচনী পাতায় স্থান পাওয়ার সম্ভাবনা আছে। মেষ রাশির ব্লগারদের জন্য নতুন বছর কিছু নতুন সম্ভাবনা নিয়ে হাজির হতে পারে। বিশেষ করে লুল ধর্মী পোস্টগুলো বেশি হিট প্রাপ্তির জন্য এ বছর শুভ। লুল খেতাব প্রাপ্তির সুযোগ আসতে পারে। মেষ রাশির ব্লগারদের লগ্ন পতি হলো লুলামী। তাই যে কোন ধরনের লুল পোস্ট সর্বাধিক মন্তব্য ও হিট পেয়ে ব্লগিং কে করবে লাভজনক ও শুভ। প্রণয় ঘটিত সমস্যার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মেষ রাশির ব্লগারদের প্রেমযোগ মধ্যম। প্রেম সফল হওয়ার পথে বেশ কয়েকটি বাধা দেখা যাচ্ছে। সেগুলিকে অতিক্রম করতে পারলেই প্রেমে সফলতা আসবে।
রাশির ভিত্তিতে কেমন কাটবে ২০১৫ সাল -
২০১৫ সাল মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ। এ বছর মেষ রাশির জাতক জাতিকার আধ্যাত্মিক উন্নতি ঘটবে। মনে থাকবে শান্তি। এ বছর স্বপ্ন সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে।
মেষ জাতকদের স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যার সম্মুখীন না হতে হলেও যাদের মধুমেহ, খাদ্য নালির সমস্যা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের বছরের বিভিন্ন সময়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হতে পারে।
অগ্রজদের আশীর্বাদ বজায় থাকবে। কনিষ্ঠ ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছুটা বাধার যোগ দেখা যাচ্ছে। সন্তান চিন্তা দূর হবে। এ বছরে পরিবারে একাধিক আনন্দ অনুষ্ঠানের যোগ আছে।
মেষরাশির ছাত্রদের জন্য নতুন বছর কিছু নতুন সম্ভাবনা নিয়ে হাজির হতে পারে। বিশেষ করে গবেষণার কাজে যারা যুক্ত তাদের জন্য এ বছর শুভ। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।
মেষরাশির লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল। লগ্নপতি মঙ্গল হওয়ায় যে ধরনের ব্যবসা আপনার পক্ষে লাভজনক ও শুভ বলে রাশিচক্রে প্রতীত হচ্ছে সেগুলি হলো কাঁচামাল, লোহার যন্ত্রপাতি, ইমারতি দ্রব্য ও ওষুধ।
দাম্পত্যযোগে সমস্যার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দাম্পত্য নিয়ে পুরনো কোনো সমস্যা থাকলে তার সমাধান হয়ে যেতে পারে বলে রাশিচক্রে দেখা যাচ্ছে। মেষ জাতকদের প্রেমযোগ মধ্যম। প্রেম সফল হওয়ার পথে বেশ কয়েকটি বাধা দেখা যাচ্ছে। সেগুলিকে অতিক্রম করতে পারলে প্রেমে সফলতা আসবে।
ব্লগীয় রাশিফলঃ সামহোয়্যার ইন ব্লগ...২০১৫
বৃষঃ ব্লগিং কালঃ(২১ এপ্রিল – ২১ মে)
এই রাশির ব্লগারদের বিগত বছরের কিছু পোস্টের হিট বাড়বে। বছরের কয়েকটি মাসে পোস্টে হিট কিছুটা কম হলেও বাকি সময় হিট বজায় থাকবে। ব্লগ কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা বজায় থাকলে তাদের আশীর্বাদে ব্লগিং এ নতুন নতুন আনন্দের ঘটনা যুক্ত হবে। বৃষ রাশির ব্লগারদের পোস্টে মন্তব্য প্রাপ্তি ভালোই যাবে তবে অন্যের পোস্টে মন্তব্য করেই বছরটা মূলত ব্লগিং করে কাটবে। ব্লগারদের সঙ্গে বড় কোনো সমস্যা না হলেও তাদের কোনো মতের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। ক্যাচালীয় পোস্টে যথেষ্ট হিট প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশির লগ্ন পতি হলো ক্যাচাল। কিছু বিশেষ ধরনের ধর্মীয় পোস্টে এর প্রভাব থাকবে। এর মধ্যে রাজনৈতিক ও সামাজিক ক্যাচাল শুভ। বৃষ রাশির ক্ষেত্রে প্রেমযোগ শুভ। নতুন প্রেমের সম্ভাবনা আছে। নতুন বছরে প্রেমের ভুল বোঝাবুঝির সমস্যা কেটে যাবে।
রাশির ভিত্তিতে কেমন কাটবে ২০১৫ সাল -
এই রাশির জাতক জাতিকাদের বিগত বছরের কিছু সমস্যার ভার লাঘব হবে। বছরের কয়েকটি মাসে মন কিছুটা চঞ্চল হলেও বাকি সময় শান্তি বজায় থাকবে। গুরুজনদের প্রতি শ্রদ্ধা বজায় থাকলে তাদের আশীর্বাদে জীবনে নতুন নতুন আনন্দের ঘটনা যুক্ত হবে। বৃষ জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালোই যাবে। তবে ৪২-৫৫ এই বয়সের জাতকদের ক্ষেত্রে কোলেস্ট্রল, উচ্চরক্তচাপের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ওই একই বয়সের জাতিকাদের স্ত্রীরোগজনিত কিছু সমস্যার সম্মুখীন হওয়ার যোগ আছে। সম্পত্তি নিয়ে পরিবারে কিছুটা সমস্যার যোগ আছে। গুরুজনদের সঙ্গে বড় কোনো সমস্যা না হলেও তাদের কোনো মতের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। সন্তানদের নিয়ে বিশেষ সমস্যা দেখা যাচ্ছে না।
ছাত্রদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যথেষ্ট যোগ দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্র রাশিচক্রে শুভযোগে অবস্থান করছে। বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র। কিছু বিশেষ ধরনের ব্যবসা শুক্রের শুভ প্রভাবে প্রভাবিত হয়। এর মধ্যে আমদানি-রপ্তানি ব্যবসা শুভ। এছাড়াও ইমারতি দ্রব্যের ব্যবসায় বৃষ রাশির জাতকদের লাভ হওয়ার যোগ আছে। লাভ হবে কাঁচামাল সরবরাহের ব্যবসায়ও। বৃষরাশির ক্ষেত্রে প্রেমযোগ শুভ। নতুন প্রেমের সম্ভাবনা আছে। নতুন বছরে প্রেমের ভুল বোঝাবুঝির সমস্যা কেটে যাবে। দাম্পত্য জীবন সুখের থাকবে। তনে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির মতামত প্রকাশের সুযোগগুলি বন্ধ করতে হবে। এই রাশির জাতক জাতিকাদের বিগত বছরের কিছু সমস্যার ভার লাঘব হবে। বছরের কয়েকটি মাসে মন কিছুটা চঞ্চল হলেও বাকি সময় শান্তি বজায় থাকবে। গুরুজনদের প্রতি শ্রদ্ধা বজায় থাকলে তাদের আশীর্বাদে জীবনে নতুন নতুন আনন্দের ঘটনা যুক্ত হবে। বৃষ জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালোই যাবে। তবে ৪২-৫৫ এই বয়সের জাতকদের ক্ষেত্রে কোলেস্ট্রল, উচ্চরক্তচাপের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ওই একই বয়সের জাতিকাদের স্ত্রীরোগজনিত কিছু সমস্যার সম্মুখীন হওয়ার যোগ আছে। সম্পত্তি নিয়ে পরিবারে কিছুটা সমস্যার যোগ আছে। গুরুজনদের সঙ্গে বড় কোনো সমস্যা না হলেও তাদের কোনো মতের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। সন্তানদের নিয়ে বিশেষ সমস্যা দেখা যাচ্ছে না।
ছাত্রদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যথেষ্ট যোগ দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্র রাশিচক্রে শুভযোগে অবস্থান করছে। বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র। কিছু বিশেষ ধরনের ব্যবসা শুক্রের শুভ প্রভাবে প্রভাবিত হয়। এর মধ্যে আমদানি-রপ্তানি ব্যবসা শুভ। এছাড়াও ইমারতি দ্রব্যের ব্যবসায় বৃষ রাশির জাতকদের লাভ হওয়ার যোগ আছে। লাভ হবে কাঁচামাল সরবরাহের ব্যবসায়ও। বৃষরাশির ক্ষেত্রে প্রেমযোগ শুভ। নতুন প্রেমের সম্ভাবনা আছে। নতুন বছরে প্রেমের ভুল বোঝাবুঝির সমস্যা কেটে যাবে। দাম্পত্য জীবন সুখের থাকবে। তনে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির মতামত প্রকাশের সুযোগগুলি বন্ধ করতে হবে।
এভাবে প্রতিটি রাশির জন্য দেয়া পত্রিকার বর্ণনাকে একটু ঘুরিয়ে ব্লগ কে কেন্দ্র করে কাণ্ডারি অথর্ব পোস্ট টা দিয়েছেন।
কালের কণ্ঠ পত্রিকা তে ও বাংলানিউজ২৪ এর রাশি চক্র সম্পর্কিত পোস্টটি ছাপা হয়েছে।
কাণ্ডারি অথর্ব এর পোস্টে মামুন রশিদ যেয়ে লিঙ্ক টি দেয়ার পরেই ভাল ভাবে খেয়াল করি। আমার মনে হয় এই লিঙ্কটি নির্বাচকের খেয়াল করা উচিত ছিল।
ফান পোস্ট হিসেবে আমার কোন আপত্তি ছিল না। কিন্তু পোস্টের শেষে কাণ্ডারি অথর্ব লিখেছেন, তবে, এই রাশিফলটি নিতান্তই আমার কল্পনাকে কেন্দ্র করে। একে সত্য ভেবে কোনরূপ বিড়ম্বনায় না জড়িয়ে শুধুমাত্র ফান হিসেবে নেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।
সোর্স না দিয়ে এ ধরণের বক্তব্য তার কাছে থেকে পেয়ে সত্যি ই হতভম্ভ হয়েছি।
আর ও হতভম্ব হলাম এই পোস্ট নির্বাচিত পাতায় দেখে।
সামুর কাছে আর পাঠকের সামনে আমি বিষয়টি তুলে ধরলাম।
এটা ভুল, অন্যায় নাকি অপরাধ আমি বুঝতে পারছি না।