আমরা বাঙ্গালী হয়ে ও আমরা আমাদের বাংলাদেশী পতাককে সম্মান প্রর্দশন করি না ঠিক মত।
এই ডিসেম্বর পুর মাসটাই উচিত এই একটি মাস আমাদের বাড়ীর ছাদে, আঙ্গিনায়, গাড়ীতে, অফিসে
সব জায়গাতে আমাদের দেশের পতাকা টাঙ্গান উচিত বলে আমি মনে করি কিন্তু তা আমরা কেন করি
না ....?
প্রশ্নের উত্তর আপনাদের কাছে রইল।
অথচ দেখেন আমরা কিন্তু যে কোন বিশ্বকাপ খেলাতে আমরা আমাদের পছন্দের দেশের পতাকা
টাঙ্গিয়ে রাখি। সেখানে আমাদের দেশের পতাকাকে মূল্যায়ন করা হলনা। উচিত দুটাই টাঙ্গান।
এই বিজয়ের মাসে আপনার সন্তানকে একটি বাংলাদেশী পতাকা উপহার দেন এবং
বুঝিয়ে দিন আমরা কিসের বিনিময় এই দেশ পেয়েছি ও এই মাসটা কিসের।
আমাদের উচিত প্রতি সপ্তাহ বা মাসে একবার করে হলেও আমাদের জাতীয় সংগীত
শুনার বা নিজে কন্ঠে গান গাওয়া এবং কথাগুলুর মরম বুঝার চেষ্টা করুন।
তাহলে দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালবাসা জন্মাবে, দেশ প্রেম জেগে উঠবে।
আশ করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালোলাগতে পারে।
আর ভাই ভূল হলে ক্ষমা করবেন।