টু,
দ্য গ্রেইট শচীন স্যার,
যথাবীহিত সম্মানপূর্বক আরজি এই যে, আপনার ব্যবহৃত অঘটন শব্দটি দিয়ে ঠিক কি বুঝিয়েছেন এই অধম সেইটা বুঝিতে অক্ষম। আমি বলি কি অঘটন বুঝতে চাওয়ার জইন্য একটা নোতন শব্দ আমাদিগের প্রয়োজন দেখা দিয়াছে।
বইলতেছি কেন, গত ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ প্রথম খেলয়া একটুর জন্য জিততে আরে নাই যেইটা হওয়ার কথা ছিল না। যাইহোউক, এরপরের টেস্ট ম্যাচে দেখেন যে বাংলাদেশ দল এক সেশনে ১০ উইকেট নিয়া সামর্থ্যের প্রমাণ দিয়া ঐ ম্যাচটা নিজের করে নিয়া নিল। এরপর শ্রীলংকা সিরিজ দেখেন, ঐ সিরিজে বাংলাদেশের খেলা কি রকম ছিল? অহঃ পাকিস্তান তো টেস্টে পাকা দল ওদের সাথে খুলনা টেস্ট দেখেছেন? আপনার ভারতের সাথে কি খুব আনাড়ি খেলা খেলেছিলাম আমরা?
এতকিছুর পর, এত উন্নতির প্রমাণ রাখার পরও যদি অঘটন ক্রমাগতই সংঘটিত হইতেই থাকে তাহা হইলে এই অধমের মত কোটি জনতার কাছে শব্দটির প্রযোজ্যতা নষ্ট হইয়া গেছে।
মহোদয়ের কাছে এই অধমের আকূল আবেদন, নতুন একখান শব্দ দান করিতে যেন আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক,
বাংলাদেশের ক্রিকেট ফ্রিক একটা ছোকড়া
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩২