আফগান টিমরে বাংলাওয়াশ করলেই হইলো । টাইগার বাহিনী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে কোনু ব্যবধানে জিতলেই পয়লাবারের মতো র্যাঙ্কিংয়ের দৌড়ে ছয় নম্বরে উডি যাইবো মাশরাফিরা ।
লাভের লাভ ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ আরো বাড়ব । ১৭ সালের ৩০ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাত টিম সরাসরি যোগ্যতা পাইবো ২০১৯ বিশ্বকাপে খেলার । ইংল্যান্ড তো এমনিতেই আছে ।
গত বছর বিশ্বকাপের প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলার পর দেশের মাটিতে টানা চারটি সিরিজ জিতসে টাইগার টিম । বাংলাওয়াশ করসে পাকিস্তানরে-জিম্বাবুরে হারাইসে ইন্ডিয়া + সাউথ আফ্রিকারে । হোয়াইটওয়াশ করেছে য়েকে ।
২০১৫'র নভেম্বরের পর থাইক্কা ওয়ানডে খেলার চান্স নাই টিম বাংলাদেশের । শ্রী-লঙ্কার লগে ব্যবধান এখন ৩ পয়েন্ট । সাত নম্বরে আছে তারা ৯৮ রেটিং পয়েন্টে । ছয়ে থাকা শ্রীলঙ্কা ১ পয়েন্ট হারাইসে অস্ট্রেলিয়ার লগে সিরিজ ফেইল কইরা।
সামনে আফগানিস্তান ৪৯ পয়েন্টে লইয়া ১০ নম্বরে । তার পরে ইংল্যান্ড । যদিও হেতেরা দারুণ ফর্মে । পাকিস্তানরে ৪-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ১০৭ পয়েন্ট নিয়ে ইংলিশ বানচোদরা আছে ৫ নম্বরে ।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫২