বর+বউ=?
বিটিভিতে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক বর+বউ=?। লিখেছেন মেহেদী বিন আশরাফ, পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য।
অভিনয় করেছেন মোশাররফ করিম,বাধঁন, কচি খন্দকার, মেহেদী আশরাফ প্রমুখ।
কাহিনী সংক্ষেপঃ নিজের বিয়ের জন্য ঢাকার এক ঘটকালি প্রতিষ্ঠানের শরনাপন্ন হয় কুষ্টিয়া থেকে আসা হাশেম। যুক্তরাষ্ট্রপ্রবাসি এক পাত্রীর সন্ধান মেলে। মেয়েটি বাংলাদেশে মাত্র ১৪ দিনের জন্য আসবে। পাত্র পছন্দ হলে বিয়ে করবে। বিভিন্ন ঘটনার পরে হাশেমের সঙ্গে মেয়েটির দেখা হয়। মেয়েটি হাশেমকেই বিয়ের সিদ্ধান্ত নেয়। বিয়ে হয়। এরপর মেয়েটি যুক্তরাষ্ট্রে চলে যায়। আর যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য অপেক্ষার পালা শুরু হয় হাশেমের। সে কি যুক্তরাষ্ট্রে যেতে পারবে? নাকি তার জন্য অপেক্ষা করছে অন্য কিছু।
প্রকৃতিস্থ
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন প রাত ৮.৫০ মিনিটে প্রচারিত হবে নাটক প্রকৃতিস্থ। লিখেছেন বিপাশা হায়াত। পরিচালনা করেছেন তৌকির আহমেদ।
অভিনয় করেছেন তারিন, তৌকির আহমেদ, মৌসুমি বিশ্বাস প্রমুখ।
কাহিনী সংক্ষেপঃ কঠিন স্বভাব মদিনার। বাবার দেওয়া সম্পত্তি থেকে তার সংসার চলে। তাই তার স্বামী রজব আলি কোন কাজ করে না। খাওয়া, ঘুম আর বউকে নিয়ে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা- এই তার জীবন। এবার মদিনা সেই সুযোগ বন্ধ করে দেয়। এমনকি তার খাবার্ও বন্ধ। কিন্তু রজবের তো কাজে মন নেই। বউয়ের টাকা থাকতে তাতে কেন কাজ করতে হবে?বুয়ের এই সিদ্ধান্তের প্রতিশোধ নেয় রজব। কিন্তু ফলাফল হয় ভয়াবহ।
অনাকাঙ্খিত
এটিএন বাংলায় ঈদের পরদিন সন্ধ্যা ৭.৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক অনাকাঙ্খিত। লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন তারিন, তৌকির আহমেদ, আবুল হায়াত, শ্যামল আশরাফ প্রমুখ।
কাহিনী সংক্ষেপঃ একই দালানের মুখোমুভি দুটি ফ্ল্যাট।একটিতে অনল ও প্রেমার মধ্যবিত্ত সংসার। অন্যটির বাসিন্দারা বেড়াতে গেছে দার্জিলিংয়ে। দেখাশোনার জন্য রেখে গেছেন ফ্ল্যাটে রেখে গেছেন তাদের এক মামাকে। মামা পানু মিয়া এক অদ্ভুত স্বভাবের মানুষ। এটা ওটার প্রয়োজনে বারবার এসে হাজির হয় অনলদের দরজায়। এদিকে প্রেমা ভীষণ অসুস্থ। অপারেশন করতে হবে অথচ এখনও টাকার জোগাড় হয় নি। এ নিয়ে দুশ্চিন্তায় আছে অমল। তার উপর গভীর রাতে বারবার পানু মামার অদ্ভুত সব আবদার।
মন্টি আন্টি জিন্দাবাদ
এটিএন বাংলায় ঈদের পরদিন ১১.৫০ মিনিটে প্রচারিত হবে নাটক মন্টি আন্টি জিন্দাবাদ। লিখেছেন সুদেষা রায় চৌধুরী। পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম। অভিনয় করেছেন মাধবী রায়, অপূর্ব, মাহবুবা ইসলাম ও পল্লব।
কাহিনী সংক্ষেপঃ শবনম বিয়েবিদ্বেষী মেয়ে। ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তার নিজের বিয়ে নিয়ে কোন মাথা ব্যাথা নেই। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফুপু শবনমের জন্য বিয়ের পাত্র পাঠায়। মা বড় মেয়েকে না জানিয়ে পাত্রকে বাড়ীতে থাকতে দেয়।
বিয়েবাড়ীর বিভিন্ন আনুষ্ঠানিকতার ফাকে পাত্র শবনমের প্রেমে পড়ে। দুজনের মধ্যে চলতে থাকে নানা খুনসুটি। এর মধ্যে ফুপু আসে যুক্তরাষ্ট্র থেকে। সাগরকে দেখে চমকে যায় সে। কারণ সে যাকে পাঠিয়েছে, সে আর এই সাগর এক নয়।
পিতৃদায়
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন ৩.৪৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি পিতৃদায়। লিখেছেন প্রসুন আহমেদ, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ।
অভিনয় করেছেন এটিএম শামসমুজ্জামান, মাহফুজ আহমেদ, মামুনুর রশিদ, সুমাইয়া শিমু ইত্যাদি।
কাহিনী সংক্ষেপঃ একজন বাবা যখন অসৎ কার্যকলাপে লিপ্ত হন তখন বিব্রত হয় তার সন্তানেরা। অপ্রস্তুত হয় তাকে ঘিরে থাকা অন্য সবাই। সেই অসৎ উপার্জনের অর্থে যাদের জীবন চলে, তারা যেমন প্রকৃত ার্থে তেমন কোন শান্তি পায় না, তেমনি শান্তি মেলে না তার নিজের্ও। পিতৃদায় গল্পে একজন অসৎ বাবার কার্যকলাপ অতিষ্ঠ হয়ে ঘরের বাইরে শান্তি খোজে তার বকেমাত্র ছেলেটি। হতাশা থেকে সে একসময় জড়িয়ে পড়ে মাদকে।
রুবিক্স কিউব
চ্যানেল আইয়ে ঈদের দিন সন্ধ্যা ৭.৫০ মিনিটে প্রচারিত হবে নাটক রুবিক্স কিউব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হূমায়ুন আহমেদ। অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল আরমান, তাহসিন প্রমূখ।
কাহিনী সংক্ষেপঃ মানুষ কিভাবে অস্বাভাবিক আচরণ করে তা দেখার খুব শখ একজন মনোবিজ্ঞানীর। একসময় সে তার স্ত্রী, ড্রাইভার, ও তার মেয়েকে কৌশলে পাগল বানায়। সে এক ভাড়াটিয়া খুনিকে জোগাড় করে। লোকটিকে সে বাথরুমে কৌশলে আটকে রাখে। লোকটি বাথরুমে যা যা করে সিসি ক্যামেরায় তা দেখা যায়। মনোবিজ্ঞানীর কার্যকলাপে একসময় লোকটি পাগলের মতো আচরণ করতে থাকে। লোকটির প্রতি ভাগনীর মায়া হয়। সে তাকে ছেড়ে দিতে চায়। শর্ত একটাই, রুবিক্স কিউব মেলাতে পারলে মিলবে মুক্তি।
বলাকা মন
এনটিভিতে ঈদের দিন দুপুর ২.৩০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি বলাকা মন।
রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস আহমেদ।
অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, প্রভা, দিলারা জামান, আবুল হায়াত।
কাহিনী সংক্ষেপঃ স্বামী প্রবাসে মারা গেছে। এই খবর মেয়েটি তার শাশুড়ীকে জানাতে পারে না। ছেলের অবর্তমানে মাকে সে মিথ্যা তথ্য দিয়ে বুঝিয়ে রাখে সে। ছেলের কন্ঠের সাথে মিল আছে এমন একজনকে খুজে পায় মেয়েটি। তার অনুরোধে ছেলেটি মৃত ছেলের অভিনয় করে মায়ের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলে। মা জানে, তারছেলে ভালো আছে। মেয়েটি একদম অন্য রকম ঘটনার মুখোমুখি হয়।
কবি ও যন্তর মন্তর
এনটিভিতে ঈদের পরদির দুপুর ২.৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি কবি ও যন্তর মন্তর।
রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
অভিনয় করেছেন আলী যাকের, হুমায়ূন ফরীদি, আসাদুজ্জামান নূর, তিশা, ইরেশ যাকের ইত্যাদি।
বিয়ের পর আজকাল কবিতা লেখার গতি বড়ই মন্থর। কেননা, কবি ইশতিয়াক ইতিমধ্যে জেনে গেছেন চালের কেজি কত। মাছের কেজি কত। কোন ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে হয়। পানি অথবা গ্যাসের দাম বেড়েছে কত দফা। এই বৈষয়িকতা দিন দিন কবি ইশকতয়াককে কবিতা থেকে দূরে সরে নিয়ে যায়। শুধূ তাই নয়, নীলার সাংসারিক বোঝাপড়ার ক্ষেত্রে একপেশে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা দিন দিন বাড়তেই থাকে। কিন্তু এভাবে আর কতদিন? প্রেমের কবি একদিন বিদ্রোহী কবিতে রূপান্তিরিত হয়। এক ভয়ংকর সিদ্ধান্ত নেয় সে।
ছাইফুল আরটিশ
আরটিভিতে ঈদের পরদিন ২.৪৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ছাইফুল আরটিশ।
ধ্রুব এষের কাহিনী অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক।
অভিনয় করেছেন মিশু, াশোক ব্যাপারি, মৌসুমী বিশ্বাস, আবদুল আলী, রহমত আলী ইত্যাদি
কাহিনী সংক্ষেপঃ প্রেমে ব্যর্থ সাইফুল শহরে এস দুজনের সাগরেদ হয়। তারা সিনেমার ব্যানার পেইন্টার। ডিজিটাল ব্যানারের যুগে তারা আর সিনেমার ব্যানার আকার সুযোগ পায় না। দুজন লোক এস সিনেমার ব্যানার আকার প্রস্তাব দেয়। গুরু শিষ্য দজনেই খুব উত্তেজিত। ওস্তাদ সাইফুলকেই ব্যানারটা এক ফেলাতে বলে। ছাইফুল তার প্রাক্তন প্রেমিকা পাখির মুখ সিনেমার ব্যানারে একে ফেলে