আকাশ নেমেছে ওই গভীর কাজলে
উদাসী হাওয়ায় উড়ে চুল
কোন সে সূদুর দেশে ভেসে চলে যায় মন
কোন সে গাছের ডালে উড়ে যায় পাখি
কোন সে দীঘির জলে ছায়া পড়ে তার
এই সব ভাবনায় তার দিঠি
পুরনো চিঠির দিঠি পড়ে পড়ে ঘুম ভুলে গেছে
তাই দুই চোখের কোলে ছায়া জমে আছে
দুচোখের কোলে সব রাত হারিয়েছে
দুচোখের জলে মাঝে আজ আকাশ নেমেছে।
ওই দুচোখের সুড়ং বেয়ে নেমে
মনের আকাশে দেখি চিল
যার কোন ছায়া নেই
যার ছায়া রাতের আধারে গেছে মুছে
তাকে ভেবে মন কেদে উঠে একানত গোপনে
তবু তার মনের আকাশে দেখি তারা ফুটে আছে
আমি ওই তারাদের নিয়ে জেগে আছি
আমি ওই তারাদের মাঝে হারিয়েছি।