লুকালটখের লুকালুকির ছাপে পড়ি এই গল্পু লিকিথে হইথেচে। সব দুষ তার।
গল্পুঃ
মামো আর ছাগু পাষাপাষি হুতি আচে। ছাগু দুম্পান করিতেচে। মামো ছিলিঙের পানে তাকাই আচে।
ছাগু উটি পেন্ঠ পরিতে যাইভেক, তকন মামো ষুদাইলু, আইচ্ছা ছাগু, কুন বিপধ গঠিবে না থ?
ছাগু বলিলু, কিসের বিপধ?
মামো আখুল কন্টে বলিলু, যদি ঘর্ববান হই যাই?
ছাগু বলিলু, ঘর্ববান হইলে কিসের বিপধ?
মামো বলিলু, পেটারনিঠি লিব ত পাভ না।
ছাগু বলিলু, পেটারনিঠি লিব না পাইলে কিসের বিপধ?
মামো বলিলু, উরে ছাগু লিব না পাইলে ত লুক ঝানাঝানি হইভেক। ঘর্ববান অবস্তায় ছাক্রি করিভ কিরুপে?
ছাগু বলিলু, ছাক্রি না করিলে কিসের বিপধ?
মামো বলিলু, উরে ছাগুরাম লিব না পাইলে অপারেষম হইভেক কিরুপে আর বাচ্ছা খালাস হইভেক কিরুপে?
ছাগু বলিলু, উরে কলু, যেইরুপে তুমি আমি পিথিভিতে আসিয়াচি সেইরুপে। পায়ুপতে।