যার লেখনির আচড়ে কেপে উঠতো বারবার অত্যাচারি ব্রিটিশের সম্রাজ্য,
যার মুখে ছিল সদা সাম্যের জয়গান, ধনী গরীব, মুচি মেথর কিবা পুচ্ছ
যে তাদের দিয়েছিল মানুষের সম্মান, সকল কল্যানের উত্তরে বলেছিল নারীর অবদান,
যে ছিল না শুধু হিন্দু, বুদ্ধ, খ্রিষ্টান কিংবা মুসলমান।
অভাবে, অনাহারে অনাদরে কেটেছিল যাহার শৈশব, বাল্য জৈবন ক্ষনিকাল
অস্ত্র হাতে বীরের বেশে করেছিলে মহাযুদ্ধের ঝঙ্কার পিলাল
লিখেছিল সাহসি পুবের রণ পুথিকা, দিয়েছিল ছন্দ তাতে লোম খাড়ানো রক্ত গতিকা
বারেবারে সয়েছিলে তুমি অত্যাচারি ব্রিটিশাগোচর হিন্দু গোলামি বঞ্চনা,
তবু মাথা তুমি নয়াওনি কভু বাক্য হারা অশ্রুত চোক্ষে
পশ্চাদপদ মুসলিমের তুমি দিয়েছিলে একটু সম্মান, একটু রেনেসার ডাক,
গানে, নাতে কিংবা গজলে শুনিইয়েছিলে তাদের গৌরবগাথা অতিতের বাক
দেশের যত মহান তাদের জাগিয়েছিলে তোমার কলমের আচড়ে
বলেছিলে তুমি চেঙ্গিস, বাবর, হুমায়ুন, আকবার, জাহাঙ্গির শাহজাহানের বীরত্ব
কাসেম, বখতিয়ার, বৈরাম খা, আওরাংজেব কিবা সিরাজদৌলার মহাত্ত্ব।
তুমি সকল মিথ্যায় তুমি ঢেলেছিলে রবির কিরন,
বলেছিলে তুমি শিবাজি নয়, নয় মহারানা প্রতাপ
নয় সে গৌরগোবিন্দ কিনবা শশাঙ্ক,
যত বীর যত মুছেছিল তারা জাতিভেদে অন্ধ ব্রাহ্মনের দল
দিয়েছিলে পথহারাদের দিশা, গেয়েছিলে সাম্যের জয়গান।
নিজেরে দিয়েছিলে সমান করে হিন্দু-মুসলিমের চির কল্যানে
তুমি যেদিন লিখেছিল বিদ্রোহী, সারা ভারতবর্ষ গিয়েছিল কেপে
তুমি সাহস যুগিয়েছিল অত্যাচারির প্রতিবাদে, একবার নয় দুইবার নয়
অনেকটা বার তুমি সয়েছিলে কারাগারে যন্ত্রণা।
লিখেছিলে প্রতিবাদে তার ভাংরে ঐ লৌহ কপাট,
তোমার প্রতিবাদ কে করেছিলে স্বাধীনতার মন্ত্র যত সংগ্রামী জনতার
তোমার নামে সেদিনের অন্ধ যত
কাঠমোল্লা করেছিলো তাসের রব, তুমি নাস্তিক তুমি নাস্তিক
তুমি একদিন পরাজয় বরণ করেছিলে, তাদের সড়যন্ত্রনা,
মাওলানা দের সমাজচ্যুত বানি আর ব্রিটিশের শাসনে
তোমার মুখের বানি সেদিন ছিনেছিল যত জ্ঞানপাপি
তুমি না করেছিলে রবি ঠাকুরের মত ব্রিটিশের গোলামি কিবা
মাওলানা আবুল কালামে আজাদের মত ভন্ডামি
তাইতো তারা অবহেলিত তোমার মত হিরক খন্ডকে
ছিনেনিল তব মুখের অমৃত বানি গ্রীবার সুরকে।
তুমি আজও অভেলিত রয়ে গেছো তোমার স্বপ্নের সোনার বংগদেশে
আজও রবির মত হয়না তোমার জন্মদিনে রাষ্ট্রীয় কোন বানি
তবে তুমি মুছে যাওনি ছাত্র সংগ্রামী মানুষের মন থেকে থাকবে আজীবন
তুমিই সবার শ্রেষ্ঠ হয়ে আমৃত্যু সবার ঝলকানি।
এমন মানুষটি আজ হারিয়ে গেছে, হ্যা তার কোথায় বলছি,
কাজী নজরুল ইসলাম, সাম্যের কবি, বিদ্রোহী কবি।
হ্যা তুমি মহান কবি, আমার চোখে আর কেউ নেই তোমার সমান।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৫ বিকাল ৫:০৬