করোনা নিয়া কিছু লিখতেও মেজাজ খারাপ করে, কি না কি একটা ভাইরাস বানাইছস, এক্টিভিটি সমান না
গরীব মরতাছে হাজারে হাজার, কুটিপতিগো কিছুই হয় না
এমনিতে চাইনিজ হালারা সবসময় দুইনাম্বার জিনিস বানায়, এইবার তিন নাম্বার জিনিস বানাইছে
আমি মোটামুটিভাবে লিবারটারিয়ান চিন্তা ভাবনায় বিশ্বাসী, এজন্য বাংগালীর করোনা ভ্যাকেশন আর করোনা প্রিভেনশন দেইখা মহা তৃপ্তি পাইতেছি। যে দেশের লোকজনরে আর্মির গদাম দিয়াও ঘরের ভিত্রে রাখা যায় না। করোনা ক্যান, করোনার বাপ আইলেও তাগো মরনের ডর আইবো না। জানাজা টু জানাজা ইনফেকশন কায়েম হবে, যারা মরার তারা মরবে। বাকিরা ক্যালাইতে ক্যালাইতে সেলফি তুলবে
তবে আমি কিছুটা হলেও আশাবাদী। এই বঙদেশের মানুষ সাইক্লোন, বন্যা, খরা, দুর্ভিক্ষ, কলেরা, উলাউঠা, ডায়রিয়া, ডেঙু, মশা, ফরমালিন, ট্রাকের দুষন, ঈভা রহমানের গান, সেফুদার লেকচার, দেওয়ানবাগীর কারিশমা সত্ত্বেও জনসংখ্যা বাড়াইতে বাড়াইতে আঠারো কোটি বানাইছে। নাহয় দুই তিন কোটি করোনার জন্য শহীদ হবে, বাকি লোকজন ঠিকই পুলাপান বানাইয়া সেই জনসংখ্যা পুরন করায দেবে।
যারা যারা বাইচা থাকবেন, গুড লাক, দেশের জনসংখ্যা বাড়ানোর জন্য বেশি করে ইউনানি দাওয়া খান
আর যারা যারা করোনা কিংবা অন্যান্য উপসর্গে ইন্তেকাল ফরমাইবেন - রোমান গ্ল্যাডিয়েটরের মত - উই স্যালুট ইউ!
করোনা যত যাই করুক, আমাগো কেউ দাবায়া রাখতে পারবে না!
ফি আমানিল্লাহ
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫