১* millie নামের হোয়াট হাউসের প্রেসিডেন্ট বুশের (H W) এই কুকুরটি ১৯৯১ সালে প্রেসিডেন্ট বুশের চেয়ে ৪ গুন বেশি টাকা আয় করেছিলো । তখন বুশের মোট আয় ছিলো ১৩,২৪,৪৫৬ ডলার, যার মধ্যে মাত্র ২ লাখ ডলার আসে বুশের বেতন থেকে ।বাকি টাকা এই কুকুরটি আনে তার নামে লেখা বই আর তার করা বিভিন্ন টিভি অনুস্ঠানের মাধ্যমে।
( ভাবতেছি কাল ৩টা কুকুর কিনে একটা হাসিনা একটা খালেদা আরেকটা কাকু এরশাদ কে গিফ্ট করে বলবো,এই লন কুকুর দিয়া বড়োলোক হোন তাও দূর্নীতি ছাড়েন!! )
২* আপনি যদি একটি পেনি দিয়ে ১০,০০০ বার টস করেন আপনি কখনো ৫,০০০ বার হেড তুলতে পারবেন না বড়ো জোর ৪৯৫০ বার উঠতে পারে কারন হেড এর ছবি সম্বলিত সাইট টির ওজন বেশি তাই এটি নিচে দিকে যেতে চাইবে বেশি। (তাইতো বলি আমরা টসে এতো হারি কেন !! ক্যাপ্টিনরা সাবধান !!)
৩* টাইটানিক জাহাজের দাম ছিলো মাত্র ৭ মিলিয়ন ডলার আর এটি নিয়ে নির্মিত টাইটানিক মুভির দাম ২০০ মিলিয়ন ডলার !! (এই টাকা দিয়া সদরঘাট টু নিউ ইয়র্ক আরো কয়টা নতুন জাহাজ বানায়লে কি হইতো ? আহাম্মক কোনহানকার!!)
৪* ভলিয়ম ভিত্তিক সারা দুনিয়ায় সবচেয়ে বেশি দুধ উৎপন্ন হয় ইন্ডিয়াতে আর এই সারা ইন্ডিয়াতে যতো গুলো গরু আছে তার চেয়ে বেশি গাড়ি আছে সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে !!
(ঐখানে মনে হয় গাড়ি সেরের দরে বেচে !!)
৫* ১৯৮০ সালে লাস ভেগাসের হাসপাতাল থেকে কর্মচারি ছাটাই করতে হয়েছিলো কেন যানেন? কারন তারা রোগীদের মৃত্যুর সময় নিয়ে জুয়া খেলতো।কে কখন মারা যাবে
৬*পৃথিবিতে নাকি ৭৫% লোক গোসল করে টপ টু বটম মানে মাথা আগে ভিজায়, শেষে পা ভিজে।
(কিন্তু বাকি ২৫% কেমনে করে ?? আমার ধারনা যারা নদিতে বা সমুদ্রে গোসল করে তারা তো আগে পা ই ভিজায় ! কি জানি, কেউ কেউ হয়তো বাতটাবে বইসাও পায়ে আগে পানি ঢালে!)
৭* মহাকাশ গভেষনায় নাসা কোন দিনও কোন পাখি পাঠাতে পারবেনা কেন জানেন? কারন পাখির খাবার গলধ:করন করার জন্য মধ্যাকর্ষন বল দরকার হয় !!
( পারলেতো বাংলাদেশ থেকে কয়টা টিয়া আর ময়না গিয়ে ঘুরে এসে বাংলায় বর্ণনা করতে পারতো!)
৮* সুইজারল্যান্ডে কোন গাড়ির দরজা আপনি জোড়ে ধাক্কা মেরে লাগাতে পারবেন না। আইনে মানা (আর আমাদের দেশে হেল্পার রা গাড়ির দরজা চাপড়াইয়া চাপড়াইয়া লোক উঠায়।)
৯* আবার ইতালির সিয়েনায় "মেরি" নামের কোনো মেয়ে পতিতা বৃত্তি করতে পারবেনা। আইনে মানা। অন্য নামে বেপার না !!( ভালা কথা)
১০* সবচেয়ে মজার বেপার হলো আমেরিকার Kentucky রাজ্যে কারো পেছনের পকেটে আইস ক্রিম নেয়া দন্ডনিয় অপরাধ !! (কাহিনি কি বুঝলাম না !)
১১* হাতের আঙ্গুলের ছাপের মতো মানুষের জিহবার ছাপ ও স্বতন্র ! ( জীবনে আঙ্গুলের ছাপ অনেক দিছি, জিহবার ছাপ দেওনের কোন শখ নাই )
১২* আপনি যখন কলা খাবেন তখন মশারা আপনার প্রতি বেশি আকৃষ্ট হয় ! আর জানেনতো যে, মশাদেরও কিন্তু দাত আছে !! ( রাতে কলা খেয়ে ঘুমাবেন না সাবধান !)
১৩* বেশির ভাগ গরু ই নাকি মিউজিকের তালেতালে বেশি দুধ দেয় !! (আল্লাহ মালুম এখন তো দেখছি গোয়াল ঘরেও হোম থিয়েটার লাগবে !!)
১৪*পৃথিবিতে যতো গুলো মানুষ আছে তার চেয়ে বেশি মুরগি আছে !! ( চলেন আমরা সবাই একটা দিন বিশ্ব চিকেন দিবস পালন করি)
১৫* ইন্ডিয়ানা ইউনিভার্সিটির মেইন লাইব্রেরি প্রতি বছর ১ ইন্চি করে ডেবে যাচ্ছে । কারন এটি বানানোর সময় প্রকৌশলিরা এর উপর রাখা বইগুলো সঠিক ওজন হিসেবে বানাতে ব্যার্থ হয়। ( সব বই স্কেন কইরা কম্পিউটারে ভরে দিলেইতো হয়। ওজন নাই !!)
১৬* পেয়াজ কাটার সময় চোখে পানি এলে চুইংগাম চাবান, পানি আসা বন্ধ!! কিন্তু ডিজনিল্যান্ডে চুইংগাম নেয়া এ্যালাও না অথচ এই চুইংগামই পাওয়া গেছে ৯,০০০ বছর আগের। (এতো আগে চুইংগাম দিয়া কি করতো, রুটি বানাইতো নাতো?)
১৭*এক মহিলার প্রেগনেন্সির রেকর্ড ছিলো ১৭ মাস ১১ দিন ( এমন যেনো না হয় আর)
১৮* নাম Eskimo ice cream, অথচ এতে না আছে বরফ, না আছে ক্রিম । মাংস দিয়ে খাবার!!! ( ব্লগার এস্কিমো ভাই কয়, ওনার গায়ে রক্ত মাংস আছেতো ?)
১৯* ঠিক তেমন বাটার মিল্কেই নেয় কোন বাটার!! ( আই হেট বাটার!!)
২০* ১১১,১১১,১১১ x ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯ ৮৭৬৫৪৩২১ !! (কি বুঝলেন ১-৯, ৯-১ ? )
২১* ১৯৮০ সালে বিশ্ব একটি দেশ ই ছিলো টেলিফোন লাইন ছাড়া, আর তা হলো ভুটান। ( তখন কি আমাগো দেশে আইসা ওরা ফোন করতো?!)
২২* আইস্ ল্যান্ডের শহরে কুকুর পোষা নিষেধ। ( ওরা বুঝেনা কুকুরকেও ওরা কাজে লাগাতে পারে বুশের মতো ! )
২৩* আবার ক্যানসাসে কেউ খালি হাতে মাছ ধরতে বা ছুঁতে পারবেনা!! ( কেন ঐ দেশের মাছে গন্ধ বেশি নাকি!!)
২৪* পানি পান ছাড়া একটি জিরাফ নাকি একটি উট থেকেও বেশি দূর যেতে পারে!! (তাইলে মরু ভুমিতে জিরাফ নাই কেন)
২৫* আর গড়ে একজন মানুষ নাকি দিনে ১৫ বার হাসে !! ( নিশ্চিত ছেলের ১৫ বার হলে মেয়ের ৩৯ হবে)
২৬* প্রতি ২০ লাখ লোকের মধ্যে ১ জন নাকি বিছানা থেকে পড়ে মারা যায় ( ভাই দুই পাশ খালি রাইখা ঘুমায়েন না)
২৭* ১৮৮০ সালেও নাকি ইংল্যান্ডে " প্যান্ট" কে একটি বাজে শব্দ হিসেবে গন্য করা হতো !! ( তাইলে হাফ প্যান্ট কি???)
২৮* বলেনতো ১ কেজি লেবু আর ১ কেজি স্ট্রবেরির মধ্যে কোনটাতে চিনির পরিমান বেশি আছে?? = লেবুর মধ্যে! ( এই জন্যইতো মানুষ লেবু দিয়ে চা পান করে যাতে চিনি কম লাগে)
২৯* যারা সাপকে ভয় পান তাদের কে বলি, নিউজিল্যান্ডে কোনো সাপ নেয় !! ( থাকলেই ভালো হয়তো ওঝা ভিসাই চান্স নিতাম)
৩০* পরীক্ষায় নকলের দায়ে বিশ্বে এক মাত্র দেশ কোনটি, যেখানে ১৫ বছরের কিশোর কেও জেলে পাঠানোর আইন আছে ?? তা এই আমার সোনার বাংলাদেশ !! ( তার মানে দুনিয়ার মানুষ বুঝলো যে আমাদের এখানে সবাই ভয়াবহ ভাবে নকলে আসক্ত যেটা জেল না খাটিয়ে রোধ করতে পারেনা লজ্জা লজ্জা )
সংগৃহীত: ইন্টারনেট