ঘটনা: কাল রাতে হঠাৎ গেস্ট রুমে ডাক পড়লো , গেলাম, গিয়ে দেখি কিছু সিনিয়র বড় ভাই আর তিনজন হাউজ টিচার। আমাকে ডাক দিয়েছেন ব্লগ এবং অনলাইন নিউজপেপার সংশ্লিষ্ট বিষয়ে কিছু জানতে, সম্ভবত কোন নিউজ পোর্টাল টাইপ কিছু খুলবেন তারা । আমাকে এক টিচার জিজ্ঞেস করলেন, তুমি ব্লগিং করো। আমি বললাম জ্বি স্যার , সামুতে লিখি !
সামু নাম শোনে , আঁতকে উঠলেন স্যার! বলে উঠলেন, তুমি শিবির সমর্থক ? আমি হতভম্ব হয়ে গেলাম, মিন মিনিয়ে বললাম, আপনি ভাবছেন তা নয়, এখানের ব্লগার মানেই শিবির- জামাত সমর্থক নয় বরং আমরা অনেকেই জামাত শিবিরের বিপক্ষে কথা বার্তা এবং ব্লগিংও করি ।
স্যার প্রথম পাতার কথা বললেন, জাফর ইকবাল স্যারের ইস্যুর কথা বললেন, সাঈদীর মুক্তিদাবিতে আসা পোস্ট সমূহের কথা বললেন, আমি আর কিছু বলতে পারলাম না, বলার কিছু নেই অবশ্য !
এই ব্লগ আর আমার নেই, আমার সমমনাদের নেই অথবা নিরপেক্ষ জামাত-শিবির বিপক্ষের ব্লগারদের নেই সেটা ব্লগে বরাহ ছানাদের উদ্যম আস্ফালন দেখলেই স্পষ্ট হয়ে যায় ।
আর তখন ব্লগের এই নিয়ম গুলো ব্যাঙ্গাত্মক হাসি দেয় :
৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।
এই ব্লগকে পুরোপুরি জিহাদী মোড়কে সোনা ব্লগে পরিনত করার তোড়জোড়ও চলছে ব্যাপকভাবে!
বড় করে দেখার জন্য
কি চমৎকার দেখা যাচ্ছে, কোন বিশেষ কারসাজিতে এইসব নিকও সেইফ হয়ে যাবে দ্রুত ।
এখন ব্লগে যা হচ্ছে :
১। যুদ্ধাপরাধীদের পোষ্ট আসার পর ও সেগুলো ঘন্টার পর ঘন্টা রিমুভ হয় না।
২ । মগবাজারের প্রেসনোট ছাড়া এক কলম লিখতে পারে না সেসব নিক খুব দ্রুত সেইফ হয়ে যাচ্ছে ।
৩। মডারেশন প্যানেল বরাবর রিপোর্ট করেও অধিকাংস প্রপাগ্রান্ডা নিক বহাল তবিয়তে বিরাজমান !
৪। আজকের কাহিনীর দিকে খেয়াল করি; আজকের আমারদেশের কাহিনীটা, যে শুধু জামায়াত শিবিরের স্বার্থ রক্ষার্থে মানুষের ব্যাক্তিগত ফোনালাপ , ব্লগে শোভা পাচ্ছে । জামাতের স্বার্থ রক্ষার জন্য সামু মানুষের প্রাইভেসী এবং ট্রাইবুনালকে সন্মান দিতে ভুলে গেছে !
একটা পোস্টের দিকে চোখ রাখি কি পরিমাণ মগাবাজারী এক্টিভ ব্লগে যদিও সব নিক কভারেজ পায়নি পোস্ট :
সামু এখন ছাগুর খোয়ার-- সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন
এইসব দেখে কিছু প্রশ্ন মনে আসলোঃ
স্বাধীনতা বিরোধী এবং রাজাকারদের জয়গান গেয়ে লেখা পোষ্টগুলো কেন এবং কিভাবে সামুতে থাকে?? ঠিক কি কি কারণে সামুর মনে হয় এই পোষ্টটা এইখানে থাকতে পারবে। সেই নিকগুলোও বা কিভাবে এইসব পোষ্ট দেয়ার পরও সেফ থাকে।.তাদের কেন ব্যান করা হয় না.......যুদ্ধপরাধীদের বিচার যখন চলছে তখন দেশের সবার মতো সামু কি তার কোন দায়িত্ব আছে বলে কিছু মনে করে না??? তাহলে রাজাকার/যুদ্ধপরাধী ইস্যুতে সামুর অবস্থান কি ???
ব্যবসায়িক স্বার্থ, হিট নাকি দেশপ্রেম ? ৩ঞ, ৩ক নিয়মগুলো কি সুন্দর করে প্রহসনের হাসি হাসতেছে।
ব্যক্তিগত সিদ্ধান্ত:
আমি সেই জাতির সন্তান যে ৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনকে যুদ্ধে থামিয়েছে ! আদর্শের লড়াই করি , কিন্তু রাতের সমজোতায় বিশ্বাস করি না , তাই আমার পক্ষে বরাহ বিষ্ঠাদের সাথে সাহিত্য এবং জ্ঞানগর্ভ আলোচনাতে ঘৃণাবোধ করতেছি , কর্তৃপক্ষের উদাসীনতার প্রতি সম্মান দেখিয়ে নিজের লেখাগুলো আপাতত ড্রাফট করে নিচ্ছি এবং এটাই বলে দিচ্ছি , এবং বলেও যাব,
যুদ্ধাপরাধী এবং এদের সমর্থকদের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৪