১)তোর চোখের নীচে যে গভীর নিস্পৃহতা জেগে থাকে , তা মুলত বিষণ্ণ ম্যান্ডোলিন !পাখিদের নিবিড় ঠোটের অন্তরালে ঐ চোখ যখন অন্ধকার খুলে দেয় , তখন তোর হাসিই আকাশের নিচের অনন্ত বিপন্নতার চিহ্ন!! তুই ম্যান্ডোলিনের প্রতিটি তারে আঙ্গুল জড়িয়ে লিখতে থাক একান্ত কথকতা, আগুনে পুড়ে যাওয়ার কথা!
She is everything to me,
The unrequited dream,
The song that no one sings,
The unattainable.
She's a myth that I have to believe in
All I need to make it real is one more reason.
I don't know what to do,
I don't know what to do when she makes me sad!
আমি বরং ঘুমিয়ে যাই রাতের দীর্ঘশ্বাসের ভিতর, চুপ থেকো! আমাকে কেউ ডেকো না!
২)এমন সময়ে মনে পড়ে কিশোর বেহালাবাদকের কথা যে বেহালার সুরে বৃষ্টি নামাতে চেয়েছিলো- বালিকার প্রিয় বৃষ্টি, আকাশের নীল রং কে তুলি বানিয়ে আঁকতে চেয়েছিলো নিজেদের ব্যক্তিগত বিশ্রামঘরের দেয়াল এর রঙ! যেখানে বেহালার সুর করুণ একান্তপাখি আর পাশাপাশি আমি একা একা জেগে থাকি ! বেহালাবাদকের গল্প কাগজে লিখে ছিড়ে ফেলি বারংবার!
Here comes the rain again
Falling on my head like a memory
Falling on my head like a new emotion
I want to walk in the open wind
I want to talk like lovers do
I want to dive into your ocean
Is it raining with you
So baby talk to me
Like lovers do
Walk with me
Like lovers do
Talk to me
Like lovers do !
কেঁদোনা, মেঘের ডানায় মিশে যাও! উইপোকাদের একাকীত্ব আর আমাদের দীর্ঘশ্বাস এক অন্যের সহোদর, শিঊলি বনে লেখা আছে!!
৩)কোন ছুটির দিনে এই ধুসর শহর ছেড়ে অচিনপুর ট্রেনে চেপে বসি- সবুজ দ্বীপের উদ্দেশ্যে। যেখানে লালকাঁকড়ার পায়ে সুতো লাগিয়ে ঘুড়ি উড়ানোর শখ বহুদিনের।নির্জন দ্বীপের গাছের শাখায় শাখায় খুজে বেড়াই আমার পাখিজন্মের প্রেমিকা মুনিয়াপাখির! দেখি, সেখানকার সকল প্রজাপতি ঊড়তে ভুলে গিয়ে বিষণ্ণ বাটফুলের চোখ হয়ে গ্যাছে।
Such a lonely day
And it's mine
The most loneliest day in my life
Such a lonely day
Should be banned
It's a day that I can't stand
The most loneliest day of my life
The most loneliest day of my life
Such a lonely day
Shouldn't exist
It's a day that I'll never miss!
বুকপকেটে আলো এবং মৃত্যুর প্রেম নিয়ে লেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা নিয়ে হাঁটি ক্লান্তিহীন ঘুমের ভিতর।মেঘের অভিশাপ নিয়ে বৃক্ষের বিষাদের দিকে তাকিয়ে থাকি! কেন? জানি না।