মুহাম্মদ হাসান আল্লাহর উপর ভরসা করে, পূর্ণ একীনের সাথে ঘোড়ায় চড়ে রুশ সৈন্যদের সামনে দিয়ে চলে যেত, কিন্তু তাকে রুশরা দেখত না।
একদা আমি তাকে বললাম, রুশ সৈন্যরা তো আপনাকে দেখে ফেলবে! উত্তরে তিনি বললেন, কোন ভয় পেয়ো না। আল্লাহর শপথ করে বলছি, আমি তো শুধু শাহাদাতের প্রার্থনাই করি, আমি যাওয়ার সময় পড়ি -
وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
"আর আমি তাদের সামনে ও তাদের পশ্চাতে প্রাচীর স্থাপন করে দিয়েছি। তারপর তাদের আচ্ছন্ন করে দিয়েছি। তাই তারা দেখতে পায় না।" (সূরা ইয়াসীনঃ ৯)
এ আয়াত পড়তে পড়তে তিনি তাদের সামনে দিয়ে চলে যান অথচ তারা তাকে দেখতে পায় না। তার এত প্রবল বিশ্বাস ছিল। আমরা আল্লাহর নিকট তেমনি বিশ্বাস কামনা করি। এক হাদিসে কুদসীতে আল্লাহ তা'আলা বলেন -
"আমার ব্যাপারে আমার বান্দা যে উত্তম ধারনা করবে, আমি তার সেই ধারণার নিকটেই থাকবো।"
সুতরাং আমার বান্দা আমার ব্যাপারে যা ইচ্ছা ধারণা করুক।
সুতরাং তুমি যদি এ ব্যাপারে নিশ্চিত বিশ্বাস রাখ যে, আল্লাহ তোমাকে লাঞ্চিত করবেন না, তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে লাঞ্চিত করবেন না। তাই বলছিলাম আল্লাহর শক্তির প্রতি আমাদের একীন থাকতে হবে, ইস্পাতকঠিন বিশ্বাস থাকতে হবে। তাহলেই আল্লাহ আমাদের সাহায্য করবেন।
- শাইখ তামিম
(তাফসীরে সূরা তওবা, শহীদ আবদুল্লাহ আজ্জাম)