প্রযুক্তিকে বাচাতে খাদ্যকে ব্যবহার করে বায়োডিজেল তৈরী হচ্ছে।
যে পৃথিবীতে না খেয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ মারা যায়; সে পৃথিবীতে গরিব মনুষকে খাবার না দিয়ে প্রযুক্তিপ্রেমি উন্নয়নবাদীরা বায়োডিজেল বানাচ্ছে।
মানুষ না খেয়ে মারা যাচ্ছে।
যারা আমাদের খাদ্য না দিয়ে বায়োডিজেল বানাচ্ছো; তোমার তোমাদের গড়া বায়োডিজেলে আধুনিক নগর সভ্যত কে নির্বিঘ্নে করলেও ; জেনে রেখে তুমিও খাদ্যাভাবে মরবে! তোমার মৃত্যুর মধ্যে দিয়ে একটি বায়োডিওজল যান দ্রুত গতিতে প্রথিবীতে ছুটে চলবে।
কতো দুর যাওয়া যায় এত ছুটে ছুটে? কতোদুর যাবে?
খাদ্যাভাব ঠিকই তোমার; তোমাদের; মাননীয় আপনাদের পিছু নেবে।
তাই ফিরে আসুন কৃষিতে। উৎপাদিত খাদ্য কনায় প্রানের সঞ্চার হোক।
যন্ত্রদানবের থাবা থেকে মুক্ত হোক মানুষের মুখের খাদ্য!
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৫