কৃষককে হাত পাততে বলবেন না।
সেই প্রকৃত সংগ্রামী। প্রকৃতির সাথে দীর্ঘ সংগ্রাম আর দরদে সে উৎপাদন করে খাদ্য। তাকে হাত পাততে বলবেন না। প্লিজ।
তাহলে গোটা জাতিকে হাত পাততে হবে। নিতে হবে ভিখারির বেশ।
আমন চাষের জন্য দেশজুড়ে কৃষক সারের জন্য লাইনে দাড়িয়েছিলো । সারের জন্য তাকে হাত পাততে বাধ্য করা হয়েছিলো। সারের জন্য;নিজেদের বন্ধ্যা জমিটাকে ফসলাবতি করার জন্য তারা দাড়িয়েছিলো রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে।
আর আমাদের র্যাব-পুলিশের রাষ্ট্র তাদের কে পিটিয়ে কারাগারে পুরেছে!
বাংলাদেশ এখন লাইনে দাড়িয়েছে চালের জন্য। দেশের ভেতরে জনগন;বাইরে শাসক। ইতিমধ্যে কয়েকটি দেশ তাদের রপ্তানির কপাট এটে দিয়েছে।
মাত্র ১৫ ল টন চাল চাই। আর এ জন্য আমাদের শাসককুলকে হাত পাততে হচ্ছে বিদেশি প্রভুদের কাছে।
অথচ প্রতিবছর আমাদের কৃষকেরা নিজেদের রক্ত আর ঘামে দেশের মানুষের জন্য ফলান ৩ কোটি টন চাল।
যারা কৃষককে পিটিয়েছে সার চাওয়া অপরাধে; জেলে পুরেছে রাষ্ট্রের বিরুদ্ধে লাঠি তুলে নেবার অভিযোগে-
সেইসব নগরবাদি ভোগ সর্বস্ব শাসককুল ;আসুন - পারলে আপনারা ফসল ফলান।
আমি হলফ করে বলতে পারি; আপনার আপনাদের প্রসাধনমাখা স্থূল মাংশের বৌয়ের শরীর ছাড়া আর কোথাও ফসল ফলাতে পারবেন না!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৬