যুদ্ধের ইতিহাস পড়তে গিয়ে অনেক সময়ই আমরা অনেকেই বইয়ের ভেতর জুড়ে দেয়া ম্যাপ গুলো স্কিপ করে যাই। অথচ ম্যাপ ছাড়া ইতিহাস পড়া আর লবন ছাড়া খাবার খাওয়া একই কথা, আসল স্বাদটাই অনাস্বাদিত থেকে যায়।
ম্যাপ রিডিং কিন্তু খুব সোজা। আজকাল গুগুল ম্যাপের কল্যানে বেসিক ম্যাপ রিডিং এর অ আ ক খ প্রায় সবাই জানেন, বোঝেন। যেমন প্রায় সব ম্যাপেরই উপরের দিকটা উত্তর দিকে মুখ করা থাকে, অবশ্য ভাল ম্যাপের ডানে বা নিচের কোন এক কোনায় তীর চিহ্ন দিয়ে উত্তর দিক দেখানো থাকে।
ম্যাপের সাথে একটা স্কেলও দেয়া থাকে ম্যাপের এক স্থান থেকে অন্যস্থানের ডিস্ট্যান্স আন্দাজ করার জন্য। প্রত্যেকটা নামের আশেপাশেই একটা বিন্দু থাকে নাম লেখা জায়গাটার প্রেসাইজ লোকেশনটা বোঝানোর জন্য।
কালারড ম্যাপে পানি সাধারনত নীল আর সাদাকালো ম্যাপে কালচে শেড কালারের হয়ে থাকে। বর্ডার বা এলাকার বাউন্ডারি কাল দাগ দিয়ে দেখানো হয়।
ইতিহাসের ম্যাপে দুই পক্ষের এক পক্ষকে লাল দিয়ে দেখানো হলে প্রতিপক্ষকে নীল দিয়ে দেখান হয়ে থাকে। বিভিন্ন বাহিনীর চলাচল বোঝাতে লাল বা নীল দাগ একে বোঝান হয়, দাগের মাথায় তীর চিহ্ন দেয়া থাকে। একটা দূর্গ যদি তিন দিক থেকে আক্রান্ত হয়, তাহলে তিন দিক থেকে তিনটে তীর রেখা একে বোঝানো যায় যেখানে তীর দাগের শুরু হয় যেখান থেকে আসছে সেখানে, আর তীর দাগের মাথা লক্ষ্যবস্তুতে এসে শেষ দেখান হয়।
অনেক সময় এই দাগ একই রঙে কিন্তু ডট ডট দিয়ে দেখানো হয়। এর দ্বারা আসলে পরবর্তী কিংবা ভবিষ্যত চলাচল বোঝান হয়ে থাকে।
স্পেসিফিক যুদ্ধের মেনুভার বোঝানোর জন্য ম্যাপের একটা অংশকে জুম ইন করে তীর রেখা একে দেখানো হয়। এজাতীয় ম্যাপকে ম্যাপ না বলে এনলার্জমেন্ট বলাই শ্রেয়।
সর্বোপরি ম্যাপের ভেতরই কোন এক পাশে ছোট বক্সে এইসব আঁকিবুঁকির কোনটা কি তা সহজ সংক্ষেপে লেখা থাকে। ব্যাপারটা কে বলে ম্যাপের লিজেন্ডস। তাছাড়া ভাল ম্যাপের উপরে বা নিচে ম্যাপটা কিসের আর কোন সময়কালের সেটাও বোল্ড করে লেখা থাকে।
কয়েকটা ম্যাপ এই পোস্টের সাথে জুড়ে দিলুম, হ্যাপি ম্যাপ রিডিং
পুনশ্চঃ
ইয়ারমুখের যুদ্ধের ডেভেলপমেন্ট বুঝতে বেসিক ম্যাপ রিডিং নলেজ জরুরী।
খালিদের ইয়ারমুখের যুদ্ধ
কিস্তিঃ১
http://www.somewhereinblog.net/blog/delHkhan/30109019
কিস্তিঃ২
http://www.somewhereinblog.net/blog/delHkhan/30109091
কিস্তিঃ৩
http://www.somewhereinblog.net/blog/delHkhan/preview/30110683
কিস্তিঃ৪
http://www.somewhereinblog.net/blog/delHkhan
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১