একবার এক ইয়াং ব্যাঙ ডিক্লেয়ার করল যে সে বনের সবচে উঁচু গাছটার মগডালে উঠবে। সাথে সাথে তার সাথি ব্যাঙ আর ব্যাঙাচিরা "অসম্ভব! ও ব্যাটা কক্ষনই পারবেনা" ইত্যাদি বলে এমন বেজায় হায় হায় হৈচৈ শুরু করল যে কান পাতা দায়!
তো ব্যাঙ ব্যাটা হাসতে হাসতে নাচতে নাচতে গাছ বেয়ে উঠা শুরু করল, আর উঠতেই থাকল। সে যতই উপরে উঠে নিচের হৈচৈ ততই স্তিমিত হয়ে আসে। একসময় ব্যাঙ ব্যাটা মগডালে পৌছেই গেল, আর অমনি গাছের তলা থেকে তুমুল হর্ষধ্বনি ভেসে এল। ব্যাঙ ব্যাটা একইভাবে হাসতে হাসতে নাচতে নাচতে গাছ থেকে নেমে এল।
নেমে আসতেই ব্যাঙটার মা ব্যাঙটাকে পরম মমতায় জড়িয়ে ধরে ভাবল, ভাগ্যিস তার ছোট্ট ব্যাঙটা জন্ম থেকেই কানে শোনেনা, তাই গাছে চড়ার কথা বলার পর অন্য ব্যাঙ দের "অসম্ভব! ও ব্যাটা কক্ষনই পারবেনা" টাইপের নেতিবাচক কথা গুলো সে শুনতে পায়নি, বরং ভেবেছিল সবাই তাকে উতসাহই দিচ্ছিল...
আরেকবার এক রাজা তার রাজশিকারি কে নিয়ে শিকারে গিয়ে দূর্ঘটনাবশত তার কড়ে আঙুল হারালেন। শিকারি সান্তনা দিতে বলল, "যা ঘটে ভালর জন্যই ঘটে।"
কথা শুনে রাজা তো রেগেমেগে আগুন। তক্ষুনি সেই শিকারিকে কারাগারে নিক্ষেপের নির্দেশ দিলেন।
কিছুদিন পর রাজা ফের একাই শিকারে গিয়ে পথ হারিয়ে এবার জংলিদের হাতে বন্দি হলেন। যথারীতি জংলিরা তাকে তাদের দেবতার উদ্দেশ্যে বলি দিতে গিয়ে যখন দেখল যে রাজার কড়ে আঙুল নাই, তখন তাকে বলিদানে অসম্পুর্ন ডিক্লেয়ার করে মুক্তি দিল। মুক্তি পেয়ে ফিরে এসে রাজাও সেই রাজশিকারিকে মুক্তি দিলেন।
মুক্ত শিকারিকে রাজা প্রশ্ন করলেন, "আঙুল হারানোতে আমি নাহয় বেচে ফিরলাম, কিন্তু কারাভোগ করে তোমার কী ভাল হল তাতে?"
ভৃত্য হেসে বলল, "রাজা মশাই যদি আমাকে কারাগারে না পাঠাতেন তবে আজ আপনার সাথে আমিও জংলিদের হাতে ধরা পরতাম। আঙুল না থাকায় আপনাকে ছেড়ে দিলেও, আমার তো কোন খুত ছিলনা, তাই ওরা আপনার বদলে আমাকে ঠিকই বলি দিয়ে দিত। তাই বলি, যা ঘটে ভালর জন্যই ঘটে।" :-D
তাই কারো সীমাবদ্ধতাকে হেয় করবেন না আর নিজের সীমাবদ্ধতার জন্য কুন্ঠিত বোধ করবেন না। কারন, যা ঘটে ভালর জন্যই ঘটে।
আর আপনার ফ্রেন্ডলিস্ট নিয়ে অপ্রাহ উইনফ্রে বলেন,
সারাউন্ড ইয়োরসেলফ উইথ অনলি পিপল হু আর গোইং টু লিফট ইউ।
আর ড্যান ব্যুটন্যারের মতে,
আপনাকে চারপাশের মানুষগুলোই ক্রমাগত আপনার আচরনকে প্রভাবিত করে থাকে। তাই চুজ ইয়োর ফ্রেন্ডস হু হ্যাভ হেলদি হেবিটস।
আর আমি বলি...
আতর বিক্রেতার সাথে মিশলে আপনি না চাইলেও দেখবেন আপনার গা থেকে হালকা খুশবু বের হবে। আর কয়লার ডিলারের সাথে মিশলে দেখবেন না চাইলেও আপনার সফেদ কাপড়ের ইতিউতি কালি লেগে যাবে।
সংগ ব্যাপারটা আসলেই ইম্পর্ট্যান্ট। কারন মারফিও বলসেন, "তোমার চে আহাম্মক (মতান্তরে সাহসী) কারো সাথে ট্রেঞ্চ শেয়ার করবা না, কারন এই আহাম্মক নিজেরে জাহির করতে গিয়া হুদাই এনিমির দৃস্টি আকর্ষন করবে আর মুফতে নিজের জান কোরবান করবে, সাথে তুমিও খাল্লাস।"
পুনশ্চঃ
কারা আপনারে পচাইতে ব্যাকুল তাদের চিনুন আর তাদের প্রতি লক্ষ্য রাখুন; পারলে এদের গন্ডির বাইরে থাকুন। মোরাল বুস্টিং একটা এনভাইরোনমেন্ট আপনার যথাযথ বিকাশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট।
পুনঃ পুনশ্চঃ
অথবা আপনার ফ্রেন্ডলিস্টের চুতিয়া পাব্লিক/সাইলেন্ট হেইটার/ব্যাক বাইটারদের সামনে রেখে আপনি আপনার কাজে ডেডলি ফোকাসড থাকুন আর সাকসেসফুল হোন। কারন আপনার সাকসেসই বেস্ট রিভেঞ্জ।
কথায় আছে সাকসেস ইজ লাইক শিট, নিজেরটা ওকে, কিন্তু অন্যেরটায় অসহ্য দুর্গন্ধ!