কারেন্ট গেল কই
আদনান মুকিত
উঁচু বাড়ির মাথার উপর চাঁদ উঠেছে ওই
মাগো আমার বাত্তি জ্বলার কারেন্ট গেল কই?
মেইন রোডের ওই শপিং মলে কত রকম বাত্তি জ্বলে
ড্রেনের গন্ধে ঘুম আসেনা তাইতো জেগে রই
মাগো আমার বাত্তি জ্বলার কারেন্ট গেল কই?
সকাল-সন্ধ্যা-রাতে যদি কারেন্টই না থাকে
মাসের শেষে বিল দিতে ওই লোকটা কেন ডাকে?
কার্টুন দেখতে আসি যখন কারেন্ট চলে যায় যে তখন
মোমবাতি আর পাংখা নিয়ে তুমি ছুটে আসো
কারেন্ট কোথায় বললে কেন মুচকি হাসি হাসো?
বল মা, কারেন্ট কোথায় গেল, আসবে আবার কবে
ন'টার সময় টিভিতে এক জটিল কার্টুন হবে।
কার্টুনটা না দেখতে পেলে তোমায় আমি নেব জেলে
দুই নেত্রীর মত তুমি একলা ঘরে রবে
ইচ্ছেমত দেখব টিভি কেমন মজা হবে!
বড় মশায় ভরে গেছে আমাদের এই ঘর
বসলে মশা মারতে গায়ে দিচ্ছ তুমি চড়।
চিপায় চাপায় খাটের ফাঁকে মশারা সব লুকিয়ে থাকে
এই মশাদের কামড়ে হয় ডেঙ্গু নামের জ্বর
এসব ভেবে মাগো আমার লাগে ভীষণ ডর।
উঁচু বাড়ির মাথার উপর চাঁদ উঠেছে ওই
মাগো আমার বাত্তি জ্বলার কারেন্ট গেল কই?
ওই টেবিলের বইয়ের পাশে মোমবাতিটাও নিভে আসে
ড্রেনের গন্ধে ঘুম আসেনা তাইতো জেগে রই
কার্টুনটা না দেখার জ্বালা কেমনে বল সই?
(অনেক কাল আগে যোগীন্দ্রমোহন বাগচী নামক জনৈক কবি এই কবিতা অবলম্বনে 'কাজলা দিদি' নামক একটি কবিতা রচনা করেছিলেন বলে কথিত আছে। কবিতাটি বেশ জনপ্রিয় হয়েছিল এমন কথাও শোনা যায়।)
{ত্রৈমাসিক কিশোর পত্রিকা হট্টগোল-এ ২০০৮ সালের জুলাই-সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত}
উৎস্বর্গ- মহিতুল আলম পাভেল ও কামরুল হাসান মুনকে