↓
●
কলকাতা থেকে প্রকাশিতব্য কবিতা সংকলনের জন্য কবিতা সংগ্রহ।
প্রথম প্রচেষ্টা সত্ত্বেও প্রত্যাশার অতিরিক্ত সাড়াই পেয়েছি আপনাদের কাছ থেকে। সেজন্য রইলো অসংখ্য ধন্যবাদ।
প্রাপ্ত কবিতাগুলো থেকে প্রাথমিকভাবে এখন পর্যন্ত যাদের কবিতা নির্বাচিত হয়েছে -
সুকুমার সরকার
বর্ণালী সেন
মাসুম খান
পূরব ব্যানার্জী
দেবজ্যোতিকাজল
রাশেদ
শুভ্র
রাজদেব
সুব্রত ভারতী
গদাধর পাল
মোঃ জাওয়াদুর রহমান
ইতি সামিয়া
আনিসুর রহমান
ছবি আনসারী
মেহেদী এইচ রবিন
এখনো কবিতা সংগ্রহ করা হচ্ছে। কবিতা পাঠানোর শেষ তারিখ ৩০/০৯/২০১৬।
আপনাদের জ্ঞাতার্থে -
১। প্রথমত ২০ জন কবি নেবার ইচ্ছে থাকলেও যেহেতু এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগ সেহেতু কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কবিসংখ্যা কমিয়ে ১০ জন করা হয়েছে।
২। প্রত্যেকের সর্বোচ্চ ৮টি করে কবিতা প্রকাশিত হবে।
৩। প্রতিজনে খরচ - ২৬০০ টাকা ( পূর্বে ১৩০০ টাকা ছিল। তবে কবিসংখ্যা অর্ধেক করায় সেটা দ্বিগুণ হয়ে গেছে)। যাবতীয় খরচ এখানে অন্তর্ভুক্ত আছে।
- পশ্চিমবঙ্গে যারা তাদের ২০০০ টাকা (পূর্বে ১০০০ টাকা ছিল)।
৪। সমমূল্যের বই দেওয়া হবে।
৫। বাংলাদেশীদের ক্ষেত্রে বই বাংলাদেশের একটি নির্দিষ্ট ঠিকানায় পোঁছানো হবে। ঠিকানা জানানো হবে। সেখান থেকে আপনাদের সংগ্রহ করতে হবে।
আমাদের এই প্রচেষ্টায় আপনার অংশগ্রহণ কামনা করছি। মতামত দিয়ে উপকৃত করবেন।
●কবিতা পাঠাতে হবে -
[email protected]
/[email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০