তোমাকে দেখেছিলাম ছেলেবেলায়,
আমাদের উঠোনে কাঠবিড়ালী খেলায়।
হলুদ ফ্রক আর লম্বা চুলের চঞ্চল বালিকা।
আর আমি ছিলাম বারান্দায় দাঁড়িয়ে একা একা।।
নাম জানা ছিল না।ছিল না জানা পরিচয়টা
তবুও আপন ভাবতে ভয় পায়নি আমার শিশু মনটা।।
তোমাকে দেখা রুটিন হয়ে দাড়িয়েছিল,
অবুঝ শিশু মন ভালোবাসতে শুরু করেছিলো।
মাধ্যমিকে ছিলে আমার সহপাঠী,
দিনকে দিন মনে শুধু তোমাকেই আঁকি।
চেয়েছিলাম বলতে কথা,
লজ্জায় হয়ে ওঠেনি বলা।।
মাধ্যমিকে পেরোলাম,
সাথে সাথে তোমাকেও পেলাম।
যদিও শুধু বন্ধু হিসেবে,
তবুও মন পাগল হচ্ছিল প্রেমিকা ভেবে।।
উচ্চমাধ্যমিকের ক্লাশ শুরু হল,
আর আমাদের বন্ধুত্ব নতুন রুপ পেল।
সারাদিন চ্যাটিং, আর ফোনে আলাপন,
প্রেমে পড়তে সময় নেয়নি আমার কিশোর মন।।
প্রেমে তুমিও পড়েছিলে,যদিও একটু দেরীতে,
কিন্তু ভালোবাসা আমাদের নেয়নি সময় এতখানি জমতে।।
ভালোবাসা কি তখন হল জানা,
তোমাতে বিকোতে নেই কোন মানা।।
চাই তোমাকে আজীবন,
এভাবে হাতে হাত রেখে দেখতে মরণ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ রাত ১২:৪০