সেই থেকে ভাবছি প্রতুলকে নিয়ে একটা ছোট খাট পোষ্ট দেব। কিন্তু ব্যস্ততার কারনে ছোট একটা কবিতা লিখতে পারছিনা। যাই হোক অনেকদিন পর হোচট খাওয়া জ্বর, সুযোগ করে দিল বাসায় থাকার এবং আরো একটা পোষ্টের।
০১.সাপের মাথায়
সাপের মাথায় পা দিয়ে, সাপের মাথায় পা দিয়ে
সাপের মাথায় পা দিয়ে সে নাচে
কান্না কেন, কান্না কেন তোর?
বন্যা খরা মড়ক বুকে বাঁচে
ভাবনা কেন ভাবনা কেন তোর।
তুই কি ভাবিস তার ঘুমে, তুই কি ভাবিস তার ঘুমে
তুই কি ভাবিস তার ঘুমে সেই স্বপ্ন নেই
তুই কি ভাবিস তার ঘুমে, তুই কি ভাবিস তার ঘুমে
তুই কি ভাবিস তার ঘুমে সেই স্বপ্ন নেই
আছে আছে,সাপের মাথায় পা দিয়ে সে নাচে
সাপের মাথায় পা দিয়ে, সাপের মাথায় পা দিয়ে
সাপের মাথায় পা দিয়ে সে নাচে
কান্না কেন,কান্না কেন তোর?
বন্যা খরা মড়ক বুকে বাঁচে
ভাবনা কেন ভাবনা কেন তোর।
ভাবনা কেন ভাবনা কেন তোর।
Download link
০২.আলু ব্যাচো
আলু ব্যাচো, ছোলা ব্যাচো, ব্যাচো বাখরখানি
বেচোনা বেচোনা বন্ধু, তোমার চোখের মণি।
কলা ব্যাচো, কয়লা ব্যাচো, ব্যাচো মটরদানা
বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচোনা।
ঝিঙে ব্যাচো পাঁচ সিকেতে, হাজার টাকায় সোনা
বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা।
ঘরদোর ব্যাচো ইচ্ছে হলে, করবোনাকো মানা
হাতের কলম জনম দুখী তাকে বেচোনা।
Download link
০৩.জন্মিলে মরিতে হবে
জন্মিলে মরিতে হবে এ এ জানেতো সবাই
তবু মরনে মরনে অনেক ফারাক আছে ভাই রে
সব মরন নয় সমান, সব মরন নয় সমান
জন্মিলে মরিতে হবে এ এ জানেতো সবাই
তবু মরনে মরনে অনেক ফারাক আছে ভাই রে
সব মরন নয় সমান,সব মরন নয় সমান।
রক্তচোষার উস্কানিতে, জনতার দুষমনিতে
রক্তচোষার উস্কানিতে, জনতার দুষমনিতে
সারা জীবন গেলে কেটে মরণ যদি আসে
সেই মরণের ভার দেখে ভাই পাখির পালক হাসে রে
সব মরন নয় সমান, সব মরন নয় সমান।
জীবনো উসর্গ করে,সব হারা জনতার তরে
মরণ যদি হয়,ওরে তাহার ভারে হার মানে ঐ পাহাড় হিমালয়।
সব মরন নয় সমান, সব মরন নয় সমান।
জন্মিলে মরিতে হবে এ এ জানেতো সবাই
তবু মরনে মরনে অনেক ফারাক আছে ভাই রে
সব মরন নয় সমান, সব মরন নয় সমান।
Download
০৪.গিয়েছিলাম পাখির হাটে
গিয়েছিলাম পাখির হাটে কিনেছিলাম পাখি
গিয়েছিলাম পাখির হাটে কিনেছিলাম পাখি
বধু তোমারই জন্যে তোমারই জন্যে
তোমারই জন্যে তোমারই জন্যে।
গিয়েছিলাম ফুলের হাটে কিনেছিলাম ফুল
গিয়েছিলাম ফুলের হাটে কিনেছিলাম ফুল
গিয়েছিলাম ফুলের হাটে কিনেছিলাম ফুল
বধু তোমারই জন্যে তোমারই জন্যে
তোমারই জন্যে তোমারই জন্যে।
গিয়েছিলাম লোহার হাটে কিনেছিলাম শেকল
ভারী শেকল বধু তোমারই জন্যে
গিয়েছিলাম লোহার হাটে কিনেছিলাম শেকল
ভারী শেকল বধু তোমারই জন্যে
শেষে বাদীর হাটে গিয়েছিলাম
খুঁজেছিলাম তোমায় পাইনি খুঁজে তোমায়
বাদীর হাটে গিয়েছিলাম
খুঁজেছিলাম তোমায় পাইনি খুঁজে তোমায়
বাদীর হাটে আমি খুঁজে খুঁজে হন্যে
তোমারই জন্যে,তোমারই জন্যে।
গিয়েছিলাম পাখির হাটে কিনেছিলাম পাখি...
download
০৫.লাল কমলা হলদে সবুজ
লাল কমলা হলদে সবুজ
আসমানী নীল বেগুনী
সাত রঙা আচঁল উড়িয়ে
নাচেরে নাচেরে কোণ নাচুনি।
আ আ আ আ
বৃষ্টি শেষে সূর্য ফিরে আসে ঢাল বেয়ে
আকাশ পাহাড় পাহড়ি পথ নীল
কে বেশি নীল কার চেয়ে।।
একদিন ভীষন লড়াই হয়েছিল এই গায়ে
গুলির দাগে বীরের গাঁথা লেখা
দেয়ালেরই গায়ে গায়ে।।
দেয়ালের সেই ক্ষত,যেন লাগছে ফুলের মত
পাহাড়,পাহাড়ি পথে বাহার
দু গুণ বাড়ে তখনি।
লাল কমলা হলদে সবুজ
আসমানী নীল বেগুনী
সাত রঙা আচঁল উড়িয়ে
নাচেরে নাচেরে কোণ নাচুনি
download
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৮