"ঐ কাগজ বাইর কর।"
ড্রাইভারে কয়, "ভাইজান ৫০ টাকার একটা নোট থাকলে দেন।"
পকেট হাতরায় দেখি ১০০ টাকার ভাংতি নাই।
আহা আমাদের ট্রাফিক সাহেব আমার সামনে টাকাটা নিতে বোধহয় লজ্জা না বোধহয় ভয় পাইলেন। ড্রাইভাররে কন " এই আমার সাথে এইদিকে আয়।" আমারে বসায় রাইখা ড্রাইভারে গেল।
কিছুক্ষন অপেক্ষা। ভাবতেছি, ৫০ টাকা ভাংতি থাকলে তাড়াতাড়ি হইতো। মিনিত পাঁচেক পর ড্রাইভারের দেখা, হাসিহাসি মুখ। উনার নাকি ৫০০ টাকা জরিমানা হইছিল, তো ট্রাফিক হারামজাদা ১০০ টাকা রেখে ছেড়ে দিছে।
এই হইতেছে আমাগো দ্যাশ আর তার সিস্টেম, এইরকম বহু হইতেছে, তারপরও আমাদের লেখা থামবেনা, যতদিন আমাদের ভালভাবে বাঁচার মত কোন সিস্টেম না দাড়ায়।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৩:০৭