আমেরিকা ইরাক আক্রমণের পর একটা কৌতুক দারুণভাবে হিট হয়েছিল । কৌতুকটা এরকম
জর্জ বুশ ডিক চেনীকে বুঝাচ্ছেন
"এটা বাগদাদের খুবই ঘনবসতী এরিয়া , এইখানে একটা বোমা হামলা করা হবে কয়েক হাজার মানুষ মারা যাবে
এরপর বসরায় বোমা ফেলা হবে সেখানেও একেবারে কয়েক হাজার মানুষ শেষ
এরপর তিকরিতের ঠিক এইখানে দুপুর বেলায় বোমা হামলা হবে । কারণ এই সময় এই রাস্তা ধরে এক ফেরিওয়ালা যায় । মারা পড়বে সে"
তখন ডিক চেনীশ বলে উঠল "কেন , একজন ফেরিওয়ালা কে মারব কেন ??"
কৌতুকটা এটাই বুঝাইছে যে ইরাকে হাজার হাজার মানুষ মরছে সেটা নিয়ে আমেরিকার ভ্রুক্ষেপ নেই কিন্তু কিন্তু একজন ফেরিওয়ালার মৃত্যু প্রশ্নে জর্জ বুশ প্রশ্নবিদ্ধ
এইবার একটা সত্যি ঘটনা
বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি ছাত্রাবস্থায় এবং যুবা বয়সে ছিলেন ভয়ংকর ক্যাডার চাঁদাবাজ এরপর সাংসদ । হঠাৎ একদিন নিখোঁজ হলেন তিনি । আগুন জ্বলল রাস্তাঘাটে । পুড়লো গাড়ি পুড়ল মানুষ মরলো এক নিরীহ বাস ড্রাইভার । হরতালে হোচট খেল দেশ । কিন্তু কারও কোন ভ্রুক্ষেপ নেই । সবাই সেই ক্যাডার চাঁদাবাজ সাংসদের জন্য হাপিত্যেশ শুরু করে দিল । কিন্তু একজন সাধারণ বাস ড্রাইভারের জন্য কারও কোন সহানুভূতি নেই , নেই ভালোবাসা তার প্রাপ্য শুধু পত্রিকায় দুকলাম তাও পত্রিকার কাটতির জন্য ।
সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে , মারা যাচ্ছে সাধারণ মানুষ বাঁশ খাচ্ছে দেশ । আমাদের নেই কোন ভ্রুক্ষেপ । সত্যিই সেলুকাস এ দেশ সেলুকাস দেশের মানুষগুলো