সবকিছু ব্যাখ্যা করা যাবে-
ক্রোধ, ঘৃণা, প্রেম।
পিতার মৃত্যুর পর
সন্তানের চোখে পানি;
আবেগ নাকি অর্থনৈতিক নিরাপত্তাহীনতা;
জানা যাবে সবকিছু
নিখুঁত শুদ্ধতায়।
ব্যাখ্যা করা যাবে-
যুবতীর শরীরে আঁটকে থাকা
যুবকের চোখ;
কিছু অবাধ্য হরমোন।
জানা যাবে -
ভালোবাসা ভালোবাসা ন্যাকামিতে
আসলে কোথায় পৌছুতে চায়
পুরুষের
ক্ষুদ্রতম কোষগুলি।
ভাইয়ের স্নেহ
সন্তানের জন্যে জনকের
প্রত্যাশা।
হতাশা।
হাহাকার।
ব্যাখার অতীত থাকবে না কিছুই।
তোমার ঘুম অথবা স্বপ্ন।
হাসি কিংবা কান্না।
ফেলে আসা মিথ্যে প্রেমের অভিনয়।
ভোগ করা শরীরের ঘ্রাণ;
শিরায় শিরায় উত্তেজনা
লোমকূপের ভেতরে ঘাম।
টাকা।
বন্ধুত্ব।
অভিমান।
ব্যাখার অতীত থাকবে না কিছুই।
আরো কিছু হাঁটলেই
খসে যাবে
ধর্ম, দর্শন, আর সাহিত্যের মুখোশ;
আরো কিছু হাঁটলেই।
ঈশ্বর সেদিন কোথায় যাবেন?
বুদ্ধিদীপ্ত স্বার্থপর মানুষইবা সেদিন কোথায় যাবে?
যেদিন নিশ্চিত জানবে,
প্রত্যেকে কেবলই কিছু বৈশিষ্ট্য
উত্তরপুরুষে বিলিয়ে দিয়ে,
চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়।
---
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৩