হে শেষ রাত্রির আঁধার,
শান্ত পৃষ্ঠায় লেগে আছে
তোমার ঘুম-নেই বিষণ্ণ ছাপ।
ফেলে রাখা চায়ের কাপে স্তিমিত ধোঁয়া
আর বাইরে তোমার অশরীরী উপস্থিতি;
ঠিক যেন প্রত্যাখ্যাত প্রেমের মতো একা।
এবং তোমার ফুরিয়ে যাওয়ার সময় হয়ে আসছে দ্রুত।
প্রভাতের আলো এসে আমার জানালা থেকে
একটানে মুছে দেবে তোমাকে।
হে শেষ রাত্রির আঁধার,
তোমার মৃত্যু আর পূনর্জীবনের ব্যবধান কতটুকু?
তুমি কি জন্মেছ প্রতিদিন শুধু মুছে যাবে বলে?
তুমি কি কেবলি আমার নিঃসঙ্গতাটুকু শুষে নেবে বলে
জেগে থাকো সারারাত?
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩১